
১৯৮৬ সালে প্রথম পা রাখেন সিনেমা জগতে। অন্যান্য নায়কদের মতো তাঁর ফিচার নয়। পেশীবহুল তো নয়ই, বরং একটু স্থুলকায়। নাচের ব্যাকরণ জানতেন না। তবুও সিগনেচার এক্সপ্রেশনসহ তিনি মঞ্চে দাঁড়ালেই হইহই করে উঠত দর্শকরা। নাচে যে ভঙ্গিমাই করতেন, সেটাতেই মুগ্ধ হতেন সকলে। স্থুলকায় নাচ-প্রেমী পুরুষরা বলেন তাঁকে দেখেই মঞ্চে নামতে সাহস পেয়েছেন তাঁরা। পরবর্তীতে তাঁর নাচের স্টেপগুলোর নামকরণ করা হয় ‘গোবিন্দা-স্টাইল’।
গতকাল গোবিন্দ অরুন আহুজা ওরফে গোবিন্দা ৫৭ বছরে পা রাখলেন। বাড়িতেই কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করছেন তিনি। তবে পার্টিতে নজর কেড়েছে তাঁর নাচ। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া তাঁর জনপ্রিয় হিট সিনেমার গানের নাচ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একটা সময় গোবিন্দাকে ‘নম্বর ওয়ান’ বলে ডাকা হত। কারণ, তাঁর বেশিরভাগ হিট সিনেমার নামের শেষে নম্বর ওয়ান থাকত। ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নং ১’ সেসময়ের সুপারহিট সিনেমা। করিশ্মা কাপুরের সঙ্গে গোবিন্দার প্রথম সিনেমা। তবে সিনেমার স্টোরি যাই হোক, শুধু গান শুনে আর নাচ দেখেই পাগল হয়ে গিয়েছিলেন দর্শকরা। এক সিনেমাই একের অধিক বার হলে গিয়ে দেখেছেন সেসময়। বক্স অফিসে ঝড় তুলেছিল এই সিনেমা। গানের অ্যালবাম বিক্রি হয়েছিল লক্ষাধিক। সেই অ্যালবামের অন্যতম জনপ্রিয় হিট গান ‘ম্যায় তো রাস্তে সে যা রাহা থা’ আর ‘হুসনে হে সুহানা’। ৫৭ বছরে জন্মদিনের পার্টিতে সেই গানেই নেচে উঠলেন গোবিন্দা। ফের একবার মুগ্ধ করলেন সকলকে।
সামনে ক্রিসমাসের দিন বরুণ ধাওয়ান, সারা আলি খান অভিনীত ‘কুলি নং ওয়ান’ অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে। সিনেমার প্লট, গান সবটাই এক রেখে নতুন করে পরিবেশিত হবে আসলে। কিন্তু তার আগেই গোবিন্দার এই নাচ উস্কে দিয়েছে অনেকের পুরনো স্মৃতি। ভাইরাল এই নাচ দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন। অনেকেই আবার পোস্ট করে লিখেছেন গোবিন্দাই তাঁদের নাচের মূল ইনস্পিরেশন। আবার কেউ কেউ তুলনা করে লিখেছেন, “বরুণ ভাল নাচ করলেও গোবিন্দার মতো কোনওদিন পারবেন না।”