শেষ আপডেট: 1st October 2024 12:24
দ্য ওয়াল ব্যুরো: নিজের লাইসেন্স করা রিভলবার থেকেই ভুলবশত গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে তাঁকে। গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, আজ (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ জুহুতে অবস্থিত গোবিন্দার বাসভবনে এই দুর্ঘটনা ঘটে।
অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল থেকে একটি অডিও ম্যাসেজ পাঠানো হয়েছে। তা গোবিন্দার নিজেরই। তিনি ম্যাসেজে তাঁর শারীরিক অবস্থার বর্ণনা করে বলেছেন, 'আমি গোবিন্দা। আমার ভক্ত, বাবা-মা ও ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভাল আছি। সকালেই গুলিবিদ্ধ হয়েছি। তাও নিজের ভুলেই। তবে এখন শরীর অনেকটাই ঠিক লাগছে। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। আমার চিকিৎসক ডা. আগরওয়ালকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাছাড়াও সবাইকে অসংখ্য ধন্যবাদ, যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন। এখন চিন্তার আর কোনও বিষয় নেই।'
সূত্রের খবর, মঙ্গলবার ভোরবেলা তিনি তাঁর বাড়িতে একাই ছিলেন এবং কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। বেরনোর আগে নিজের লাইসেন্স করা রিভলবার চেক করার সময়ে ভুলবশত একটি ফায়ার হয়। সেই গুলি লাগে তাঁর হাঁটুতে এসে। সঙ্গে সঙ্গে গোবিন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শশী সিনহা বলেন, 'কলকাতায় একটি শোয়ের জন্য আমাদের সকাল ৬টার ফ্লাইটে ওঠার কথা ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দা বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। তিনি পায়ে আঘাত পেয়েছেন। গুরুতর কিছু হয়নি।'