শেষ আপডেট: 9th March 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে অভিনেতা গোবিন্দার ব্যক্তিগত জীবন শিরোনামে। শোনা যাচ্ছে ৩৭ বছরের বিবাহিত জীবন ছিন্ন করতে চলেছেন তিনি ও স্ত্রী সুনীতা। এও শোনা যাচ্ছে, গোবিন্দা নাকি জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। এ সবের স্বীকারোক্তি গোবিন্দার। বলে বসলেন, 'নিজেকেই নাকি চড় মারতে ইচ্ছে করছে তাঁর।' কী এমন হল?
গোবিন্দাকে শেষ দেখা গিয়েছে ২০১৯ সালে। 'রঙ্গিলা রাজা' নামক এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সেই ছবি হিট হয়নি। এরপর থেকে তিনি কার্যত শো-বিজ থেকে উধাও। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে গোবিন্দা বলেন, "অনেকেই বলেছিলেন আমার নাকি কাজ নেই, জানেন আমি ১০০ কোটির একটা ছবি ছেড়ে দিয়েছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল আমার। ভাবলাম পাগল হয়ে গিয়েছি। ওই টাকা দিয়ে তো অনেক কিছু করতে পারতাম।" কেন না বললেন তাহলে? গোবিন্দার যুক্তি,'মন বলেছিল'।
শুধু নিজের উপরেই দোষ দেওয়া নয়, গোবিন্দা মনে করেন, ইন্ডাস্ট্রিতে অনেকেই তাঁর বিরুদ্ধে চলে গিয়েছেন, তাঁকে ছোট করার চেষ্টা করেছেন। তাঁর নামে নানা মিথ্যে কথা রটিয়েছেন। গোবিন্দার কথায়, "ওরা আমাকে এই ফিল্মি জগৎ থেকেই সরিয়ে ফেলার চেষ্টায় ছল। আমি একজন অশিক্ষিত মানুষ, এত শিক্ষিত মানুষের ভিড়ে কী করছি, সেটাই বোধহয় ওরা নিতে পারেনি। তাঁদের নাম আমি বলতে পারব না। তবে তাঁরা যে এতদূর অবধি যেতে পারে তা আমি ভাবতে পারিনি।"
১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁর, অকপটেই জানিয়েছেন গোবিন্দা। এও জানিয়েছেন, কাছের মানুষদের থেকেও খারাপ ব্যবহার পেয়েছেন তিনি। চক্রান্ত হয়েছে, এমনটাই মনে করছেন এই অভিনেতা। আর বিচ্ছেদ? তা নিয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে সম্প্রতি সুনীতা এই নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, কোনও 'মাই কা লাল' তাঁদের এই জন্মে আলাদা করতে পারবে না।