শেষ আপডেট: 20th December 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু নতুন বছর। শেষ হতে চলেছে ২০২৪। গুগল এবার প্রকাশ করেছে সারা বছরের সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিদের তালিকা। ২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছেন তিন বলিউড অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন তালিকার একদম প্রথমে। টেলিভিশন অভিনেত্রী হিনা খান এবং বলিউড অভিনেত্রী নিমরত কৌর। আর গোটা বছরের সবচেয়ে বেশি চর্চিত অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন।
গুগল প্রতিবছর বিভিন্ন ক্যাটেগরিতে সার্চ ডেটা প্রকাশ করে, যেমন সিনেমা, ব্যক্তি, সিরিজ ইত্যাদি। ২০২৪ সালে ভারতের মধ্যে "স্ত্রী ২" সিনেমাটি সবচেয়ে বেশি সার্চ করা হয়। তবে বিশ্বব্যাপী হিনা খান এবং নিমরত কৌর রয়েছেন সবচেয়ে বেশি খোঁজা নামের তালিকার শীর্ষে।
হিনা খানকে সার্চ করার আসল কারণ ছিল তাঁর ক্যানসারের বিরুদ্ধে লড়াই। তিনি স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দিচ্ছেন। ক্যানসার নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন। হিনা খান বিভিন্ন টিভি শো এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।
নিমরত কৌরও ২০২৪ সালে বেশ আলোচিত। যদিও তাঁর সিনেমাগুলি সফল হয়নি। তবে কারণ অন্য। তা হল অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন। এই কারণে তাঁকে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। এমনও রটনা রটেছে গোটা বছর জুড়ে অভিষেক ঐশ্বর্যাকে ছেড়ে নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি দু'জনের কেউই।
২০২৪ ছিল নিমরত কৌরের জন্য চ্যালেঞ্জিং বছর, যেখানে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয় এবং তাঁকে ট্রোল করা হয়। ফলে সার্চিং লিস্টে তাঁর নাম আসে তালিকার প্রথমের দিকেই।