শেষ আপডেট: 11th January 2023 03:59
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমায় ঐতিহাসিক দিন। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) ছিনিয়ে আনল রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ (RRR)। অস্কার কমিটির সদস্যরাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। আর এবার একেবারে বাজিমাত করে ফিরল আরআরআর। সেরা গানের জন্য হলিউডি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেশের জন্য নিয়ে এল গোল্ডেন গ্লোব।
গত বছর মার্চ মাসে দেশে মু্ক্তি পায় ছবিটি। বক্স অফিসে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও ছবির প্রশংসা করেছেন। আরআরআর সিনেমার সেরা আকর্ষণ জুনিয়র এনটিআর। শনিবার লস অ্যাঞ্জেলসে ছবির বিশেষ প্রদর্শন ছিল। সিনেমা দেখে গোটা প্রেক্ষাগৃহ হাততালিতে ফেটে পড়ে। বছরের সেরা ছবি বলেও চেঁচিয়ে ওঠেন অনেকে।
গোল্ডেন গ্লোবের জন্যও মনোনীতও হয়েছিল এই ছবি। শেষমেশ নাটু-নাটু গানের জন্য সেরার সেরা অ্য়াওয়ার্ড ছিনিয়ে আনল। 'ভিনি-ভিডি-ভিসি'- অর্থাৎ এল, দেখল, জয় করল- গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস তৈরি করেছে। নাটু -নাটু অর্থাৎ নাচো-নাচো যার সুরে আসমুদ্র হিমাচল কোমর দুলিয়েছে, সেই গান নাচিয়ে দিল গোটা বিশ্বকেও। আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছে।
নাটু-নাটুর প্রতিদ্বন্দ্বীরাও কেউ কমতি ছিল না। গোল্ডেন গ্লোব ক্যাটেগরিতে ছিল লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড, মাভেরিকের লিফট মি আপ, ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান। সেখানে গোল্ডেন গ্লোব ছিনিয়ে আনা সহজ নয়। এই জয় ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক তৈরি করেছে।