
গোয়া সরকারের তরফে গোটা রাজ্যে কড়া নিয়ম জারি করা হয়েছে। সেই সঙ্গে জারি হয়েছে ১৪৪ ধারা। যার জেরে কোনও জায়গায় একত্রিত হতে পারবেন না ৫ জনের বেশি মানুষ। এই পরিস্থিতিতে তাই শ্যুট করাও সম্ভব নয়। ইএসজি জানিয়েছে, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়ে ভাববেন!
মুম্বই ও চেন্নাইতে লকডাউনের কারণে বেশকিছু ছবির শ্যুটিং হচ্ছিল এখানে। বর্তমানে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সমস্ত শ্যুট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইএসজি। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন আর শ্যুট করা যাবে না এখানে। বলা বাহুল্য, হিন্দি ও দক্ষিণী ছবির নির্মাতাদের কাছে এই খবর খুবই হতাশার। বেশ ক্ষতির সম্মুখীন হতে হবে তাঁদের।
অর্জুন কাপুর-তারা সুতারিয়া তাঁদের নতুন ছবি ‘এক ভিলেন রিটার্নস’-এর শ্যুটিংয়ের জন্য বর্তমানে গোয়ায় ছিলেন। এছাড়া বহু হিন্দি ধারাবাহিকের কাজ হচ্ছিল এই রাজ্যে। যার মধ্যে অন্যতম, ‘কুমকুম ভাগ্য’, ‘গুম হ্যায় কিসি কে প্যায়ার মে’, ‘ইয়ে হ্যায় চাহাতে’, ‘মোলকি’।