শেষ আপডেট: 7th April 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক ব্যবসা সামলাতে বিশাল এক হোটেলের দায়িত্ব নেন নম্রতা (ইশা)। বিদেশ থেকে সদ্য ডিগ্রি হাতে ফিরেছেন তিনি। তাঁর ইচ্ছে বাবা-দাদুরা এই হোটেলের জন্য যা যা করেছিলেন, তা ছাপিয়ে যাবেন তিনি একাই। আরও ভাল কাজ করবেন। হবে আরও উন্নতি। হোটেলে থাকতে শুরু করে নম্রতা। হঠাৎ বুঝতে পারে হোটেলে নাকি ভূত আছে! প্রথমে রীতিমতো ভয় এবং তারপর অজ্ঞান হয়ে যায় নম্রতা, আর তারপর? ভূত কি সত্যিই নম্রতার কাছে অভ্যাসের মতো হয়ে যাবে? উত্তর মিলবে সত্রাজিৎ সেনের ছবিতে। হোটেল ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে হোটেলে আসা গেস্টদের এর নিবিড় সম্পর্কের দিকও তুলে ধরা হবে ছবিতে।
সত্রাজিৎ সেন পরিচালিত ছবি। ‘চেক ইন চেক আউট’। ছবিতে ইশা সাহার সঙ্গে দেখা যাবে রাতুল শঙ্করকে। ঋতুপর্ণ ঘোষের ছবি ‘উৎসব’-এ শেষ অভিনয় করেছিলেন রাতুল। প্রায় ২৫ বছর পর পর্দায় ফিরছেন রাতুল। নববর্ষের ঠিক পরপরই মুক্তি পাচ্ছে ‘চেক ইন চেক আউট’। তবে ছবির ট্রেলর ইতিমধ্যেই প্রকাশ্যে এল। জমজমাট ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দ্রেয়ী ঘোষ, অনুরাধা মুখার্জী, সুরকার সাইন প্রমুখ।
পরিচালক সত্রাজিৎ বললেন, ‘ছবি মুক্তির দিন ঘোষণা হল। ভীষণ ভাল লাগছে। ছবিতে কমেডি আছে, ড্রামা আছে, আছে সাসপেন্স, আরও অনেক কিছু রয়েছে যা অবশ্য দর্শক সিনেমাহলে এলেই বুঝতে পারবে। আমাদের শহরটাকে তুলে ধরা হয়েছে, ছবিতে। একটি মেয়ে কলকাতায় ফিরে এলে তাঁকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, মজার মোড়কে তা দেখানো হয়েছে।’
টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার এবং ছবির প্রযোজক মেঘদূত রায়চৌধুরী জানিয়েছেন, ‘চেক ইন চেক আউট-এর যেমন আমি প্রযোজক তেমনই আমি অভিনেতাও। এই ছবিতে আমার অভিনয়ে আত্মপ্রকাশ। আমি সব কিছুই নতুন করে শেখার চেষ্টা করেছি। পাশে পেয়েছি পরিচালক সত্রাজিতের মতো একজন মানুষকে। ‘চেক ইন চেক আউট’ আমাদের প্রিয় শহরের আতিথেয়তার গল্পও। আমার আশা, দর্শকের ভালোবাসা পাবে আমাদের ছবি।’
নববর্ষের প্রথম মাসের ১৮ তারিখে মুক্তি পাবে ‘চেক ইন চেক আউট’।