শেষ আপডেট: 24th January 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: পুণেতে এখন অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে দেখানো হল গৌতম ঘোষের পরিচালনায় 'রাহগির - দ্য ওয়েফারার্স'।ছবিটির স্ক্রিনিং সকলকে মুগ্ধ করল।
আদর্শ টেলিমিডিয়ার মালিক অমিত আগরওয়াল এই সিনেমাটির প্রযোজনার দায়িত্বে ছিলেন। উনি 'এম এস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি' বা কঙ্গনা রানাউত অভিনীত 'সিমরান' প্রযোজনা করেন। Raahgir- The Wayfarers-এর জন্য উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত গৌতম ঘোষকে নিয়ে আসেন। তাতেই এই সিনেমাটি আরও বেশি মাত্রা পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম, নীরজ কবি, ওমকারদাস মানিকপুরীর মতো প্রতিভাশালী অভিনেতারা। ২৪ জানুয়ারি পুণে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়।
'রাহগির - দ্য ওয়েফারার্স' সেইসব মানুষদের কথা বলে যারা পেটের দায়ে অর্থনৈতিক সুযোগ খুঁজতে পায়ে হেঁটে পাড়ি দেয় গোটা ভারতবর্ষ। প্রধান চরিত্রে আছে তিনজন। যারা এই গোটা যাত্রায় একে অপরের পাশে থাকে। সেই সময় সবার জীবনেই কোনো না কোনো এমন মুহূর্ত আসে যখন তারা আশা হারিয়ে ফেলে। সেই সময় তারা কীভাবে একে অপরের পাশে দাঁড়ায় তা নিয়েই ছবির গল্প। এটির শুটিং হয়েছে ঝাড়খণ্ডে। তবে বেশিরভাগ শুটিং হয়েছে রাঁচি ও নেতারহাটে।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই ছবির প্রযোজক অমিত আগরওয়াল বলেন, 'পুণে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি যে এতটা সম্মান পাবে ভাবতে পারিনি। সবার প্রতিক্রিয়া দেখে আমরা সবাই খুব খুশি। এই ধরনের চলচ্চিত্র উৎসবগুলি সিনেপ্রেমীদের জন্য একটা বড় রাস্তা খুলে দেয়। আমরাও আমাদের ছবি দর্শকদের সামনে এনে দিতে পারি। তবে আমার এটা ভেবে ভালো লাগছে যে দর্শকরা ছবিটিকে ভালবেসেছে। শুধু তাই নয় দেখার পর ছবিটি নিয়ে বেশ কিছু প্রশ্নও করে, যা দেখে বুঝি যে সত্যিই ওরা সিনেমাটার সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে'। বড় পর্দায় কবে দেখা হবে জানতে চাওয়া হলে উনি জানান, হলে মুক্তির আগে আমরা ছবিটিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়ে যাওয়ার কথা ভাবছি'।
ছবির পরিচালক গৌতম ঘোষ বলেন, 'এই ছবিটি সেই মানুষগুলোর কথা বলে যারা গরীব মানুষদের গল্প বলে। যারা বনে থাকে, যাদের জীবন সম্পর্কে চাহিদা অনেকই কম। নিজেদের মত নিজেরা থাকতে পছন্দ করলেও তাদের কিছু স্বপ্ন এবং ইচ্ছা আছে। তবে সেগুলোর থেকেও গুরুত্বপূর্ণ রোজকার পেটের ভাত জোগাড় করা। আমাদের এই ছবিটি বেশ কিছু সত্যি তুলে ধরে যা মানুষের প্রতিদিনের লড়াইটাকে বোঝায়। কিন্তু এত লড়াইয়ের মধ্যেও মানবিকতা চলে যায়নি সেটাই আসল। শহুরে ও গ্রামের মানুষের মধ্যে যে পার্থক্য আছে সেটাই দেখানো হয় আমাদের ছবিতে। মানবিকতা মরে যায়নি, সেটা গরীব হোক বা বড়লোক, সবার মধ্যেই কমবেশি বেঁচে আছে। আমাদের ছবি সে গল্পই বলে'।
'রাহগির: দ্য ওয়েফারার্স' এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। যার মধ্যে রয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মামি - মুম্বই চলচ্চিত্র উৎসব, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিনেমা এশিয়া চলচ্চিত্র উৎসব (আমস্টারডাম), KIFF - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, IFFK - আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কেরালা। এবার পুণেতেও সম্মান পেয়ে আপ্লুত সিনেমার কলাকুশলীরা।