শেষ আপডেট: 9th August 2023 13:16
দ্য ওয়াল ব্যুরো: ‘পাঠান’ মুক্তির আগে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তবে ছবিটির তুমুল সাফল্যের পরে অবশ্য শাহরুখের প্রশংসা শোনা গিয়েছিল অভিনেত্রীর মুখে। তবে এবার ফের ‘পাঠান’ প্রসঙ্গ উঠে এল কঙ্গনার মুখে। বললেন, সানি দেওলের ‘গদর ২’ (Gadar 2) শাহরুখের ‘পাঠান’ (Pathaan)-এর ওপেনিংকে ছাপিয়ে যাবে। কিন্তু ‘গদর ২’-এর সাফল্য চাইতে গিয়ে কঙ্গনা হঠাৎ শাহরুখের ছবির প্রসঙ্গ কেন টেনে আনলেন, সেটাই অনেকের বোধগম্য হচ্ছে না।
তিনি বলেছেন, “এইধরনের ভুয়ো খবরে মাথা গলাবেন না। ওঁর সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভাল। আমাকে নিয়ে রোজ এমন ভুয়ো খবর রটে। তাতে মাথা ঘামালে চলবে না। ‘গদর ২’ নিয়ে আমি খুবই আশাবাদী। আমার মনে হয়, এই ছবিটি ‘পাঠান’-এর ওপেনিং রেকর্ডকেও ভেঙে দেবে।”
উল্লেখ্য, ‘গদর: এক প্রেম কথা’-র ২২ বছর পর মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল। এবারও প্রধান ভূমিকায় রয়েছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আগামী ১১ অগস্ট থেকে বড়পর্দায় দেখা যাবে ‘গদর ২’। তবে অক্ষয় কুমারের ‘ওএমজি ২’-ও একইদিনে মুক্তি পেতে চলায় বড়সড় ক্ল্যাশ হতে চলেছে বলিউডে। বিগত কয়েক বছর ধরেই অক্ষয়ের কেরিয়ার পড়তির দিকে। তাই নতুন ছবিটি দিয়েই আবার কামব্যাক করতে চাইছেন তিনিও। এখন দেখার, শুক্রবারের যুদ্ধে কে জেতে!
মুক্তির আগেই আমিশা ছবির গল্প ফাঁস করে দিলেন, ‘গদর’ ভক্তরা রেগেই আগুন নায়িকার উপর