Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Vicky Kaushal - Chhaava

তলোয়ার চালনা থেকে ঘোড়সওয়ারি, অসহনীয় শারীরিক কসরত, কেমন ছিল ভিকির 'ছাবা' হওয়ার জার্নি?

ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘ছাবা’-তে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা ভিকি কৌশল।

তলোয়ার চালনা থেকে ঘোড়সওয়ারি, অসহনীয় শারীরিক কসরত, কেমন ছিল ভিকির 'ছাবা' হওয়ার জার্নি?

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 February 2025 08:54

দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘ছাবা’-তে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা ভিকি কৌশল। ছবির জন্য নিজের চরিত্রে যেভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি, তার প্রমাণ মিলেছে এক বিশেষ ভিডিওতে। মঙ্গলবার ভিকি কৌশল সেই ‘মেকিং ভিডিও’ শেয়ার করেছেন, যেখানে তাঁর চরিত্রের জন্য তিনি কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন, তা দেখা যাচ্ছে। 

ছবির প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ছয় মাস ধরে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন ভিকি। তিনি বলেন, 'ঘোড়সওয়ারি, তলোয়ার চালানো, লাঠিখেলা—প্রতিদিন ৬-৮ ঘণ্টার কড়া অনুশীলন ছিল। প্রতিদিনই শরীরে নতুন নতুন ক্ষতচিহ্ন দেখতে পেতাম।' 

কঠোর পরিশ্রমের ফলে শৃঙ্খলা এসেছে তাঁর জীবনে, এমনটাই জানিয়েছেন ভিকি। ভিডিওতে আরও দেখা যায়, জিমে ঘাম ঝরানোর পাশাপাশি মেকআপ পরে এবং পুরো কস্টিউম গায়ে দিয়ে যুদ্ধের দৃশ্যের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবির পরিচালক লক্ষ্মণ উটেকর ভিকিকে ‘ছাওয়া’ চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন। ভিকির কথায়, 'আমাকে প্রচুর ওজন বাড়াতে হয়েছিল। লক্ষ্মণ স্যার তখন দীনু স্যারকে (দীনেশ বিজন) ফোন করে বলেন, তিনি তাঁর ‘ছাওয়া’ খুঁজে পেয়েছেন।' ছবির শুটিং চলাকালীন তাঁর ওজন ১০০ কেজিরও বেশি ছিল।  

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ছাবা’ বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে। পাঁচ দিনের মধ্যেই ছবিটি ১৬৫ কোটি রুপির বেশি আয় করেছে। লক্ষ্মণ উটেকর পরিচালিত এই ছবিতে ভিকি কৌশলের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, অশুতোষ রানা, রশ্মিকা মন্দানা, বিনীত কুমার এবং নীল ভূপালম।


ভিডিও স্টোরি