Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Kesari Chapter 2 to Pink

‘কেসরি’ থেকে ‘পিঙ্ক’, বলিউডের ৬ রুদ্ধশ্বাস কোর্টরুম ড্রামা

বলিউডের কোর্টরুম ড্রামা সবসময়ই এক বিশেষ জায়গা দখল করে রেখেছে—চরম অভিনয়ের সঙ্গে শক্তিশালী গল্প বলার মেলবন্ধন যেন এক অনন্য অভিজ্ঞতা।

‘কেসরি’ থেকে ‘পিঙ্ক’, বলিউডের ৬ রুদ্ধশ্বাস কোর্টরুম ড্রামা

কেসরি চাপ্টার-২- পিঙ্ক

শেষ আপডেট: 24 April 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কোর্টরুম ড্রামা সবসময়ই এক বিশেষ জায়গা দখল করে রেখেছে—চরম অভিনয়ের সঙ্গে শক্তিশালী গল্প বলার মেলবন্ধন যেন এক অনন্য অভিজ্ঞতা। দেশপ্রেমের আগুন জ্বালানো কেসরি চাপ্টার-২ (Kesari Chapter 2) থেকে শুরু করে সমাজের বাস্তব চেহারা তুলে ধরা পিঙ্ক (Pink)—এই চলচ্চিত্রগুলো শুধু বিনোদন দেয় না, বরং প্রশ্ন তোলে সমাজের রীতি-নীতির, ন্যায়বিচারের এবং উদ্বুদ্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনায়। চলুন দেখে নিই এমন ছয়টি কোর্টরুম সিনেমা, যেগুলো সত্য, সাহস আর দৃঢ়তার জয়গান গায়—আইনি ও নৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে।

কেসরি চাপ্টার-২

কেসরি চাপ্টার-২ (Kesari Chapter 2) একটি কল্পিত কোর্টরুম ড্রামা, যা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। সারাগারহির ঐতিহাসিক যুদ্ধের পরবর্তী ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাহিনি। শহীদ সেনাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং তাঁদের সত্যকে রক্ষা করতে শুরু হয় এক রোমাঞ্চকর আইনি লড়াই। দেশপ্রেমের আবেগ আর তীব্র কোর্টরুম দৃশ্যের মাধ্যমে এই সিনেমা Kesariর চেতনাকে এগিয়ে নিয়ে যায় নতুন রূপে।

পিঙ্ক (Pink)

পিঙ্ক (Pink) হল এমন একটি শক্তিশালী সিনেমা, যা সম্মতি, ভুক্তভোগীদের দোষারোপ এবং লিঙ্গবৈষম্যের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে খোলাখুলি কথা বলে। অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত এই ছবিতে তিনজন তরুণীকে দেখা যায়, যারা যৌন হেনস্থার বিরুদ্ধে আত্মরক্ষা করে, আর তারপরই তাদেরই বিরুদ্ধে ওঠে ভুল অভিযোগ। "না মানেই না"—এই অমোঘ বার্তা নিয়ে পিঙ্ক (Pink) বলিউডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সিনেমা।

জলি এলএলবি-২

এই কৌতুকপূর্ণ কোর্টরুম ড্রামায় আরশাদ ওয়ারসি এক সংগ্রামী আইনজীবীর চরিত্রে, যিনি এক হিট-অ্যান্ড-রান মামলার পেছনে ছুটে নিজের প্রমাণ দেওয়ার চেষ্টা করেন। মজার ছলে ভারতের আইনি ব্যবস্থার নানা ফাঁকফোকর তুলে ধরে জলি এলএলবি-২ (Jolly LLB 2), সাধারণ মানুষের ন্যায়বিচারের লড়াইকে সম্মান জানায়।

বদলা

অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত বদলা (Badla) এক মনকাড়া থ্রিলার। এক সফল ব্যবসায়ী হত্যার অভিযোগে অভিযুক্ত, আর এক অভিজ্ঞ আইনজীবী চেষ্টা করেন সত্য উদঘাটনের। মিথ্যা ও প্রতারণার স্তর ভেদ করে এগিয়ে যায় কাহিনি, আর একের পর এক মোড় দর্শকদের চমকে দেয় শেষ মুহূর্ত পর্যন্ত।

ওহ মাই গড

পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত এই ব্যতিক্রমধর্মী ড্রামাটি এক দোকানদারকে কেন্দ্র করে, যিনি ভূমিকম্পে দোকান নষ্ট হওয়ার পর ঈশ্বরের বিরুদ্ধে মামলা দায়ের করেন! ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও ধর্মের বানিজ্যিকীকরণের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গাত্মক বার্তা দেয় ওহ মাই গড (OMG), আবার এক ফাঁকে হাসতেও শেখায়।

সেকশন ৩৭৫

আক্ষয় খন্না ও রিচা চাড্ডা অভিনীত এই সিনেমাটি ভারতে যৌন নিপীড়ন আইন এবং তার জটিলতা নিয়ে নির্মিত। এক উচ্চ-প্রোফাইল ধর্ষণ মামলাকে ঘিরে তৈরি হয় বিতর্ক, যেখানে একদিকে রয়েছে ন্যায়বিচার, আর অন্যদিকে আইনের অপব্যবহার। সেকশন ৩৭৫(Section 375) এমন এক আলোচনা শুরু করে যা আমাদের বাধ্য করে ভাবতে—কীভাবে বিচার হওয়া উচিত এবং কোনটা নৈতিক সত্য।

এই ছয় সিনেমা শুধু আইনের ভাষায় কথা বলে না—তারা আমাদের সমাজের গভীরতম অসঙ্গতিগুলো তুলে ধরে, প্রশ্ন তোলে এবং আমাদের চোখ খুলে দেয় বাস্তবতার মুখোমুখি হতে।


ভিডিও স্টোরি