১০ বিখ্যাত হিন্দি ছবি যার শিকড় ছড়িয়ে বাংলা সাহিত্যে
শেষ আপডেট: 30 April 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সাহিত্য তার বিশাল ঐতিহ্য ও গভীরতা নিয়ে শুধু পাঠকদের নয়, চলচ্চিত্রকারদেরও বহু বছর ধরে মুগ্ধ করে এসেছে। উপন্যাস, ছোটগল্প, এমনকি কবিতাও হয়ে উঠেছে বড় পর্দার চিত্রনাট্যের অবলম্বন। বলিউডও তার ব্যতিক্রম নয়। হিন্দি চলচ্চিত্রজগতে বাংলা সাহিত্যের অবদান এতটাই গভীর যে, অনেক ছবির পেছনের কাহিনির মূল উৎস খুঁজলে দেখা যায়, তা বাংলার কোনো বিখ্যাত লেখকের সৃষ্ট সাহিত্যকর্ম। যদিও কিছু সিনেমা তাদের অনুপ্রেরণার উৎস স্পষ্টভাবে স্বীকার করে, আবার কিছু তা করেনি। তবুও সত্যিকারের সাহিত্যপ্রেমীরা ঠিকই ধরতে পারেন সেই আভাস – যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে বিমল মিত্রের মতো গুণী লেখকদের লেখা প্রাণ পেয়েছে সিনেমার পর্দায়। ১০ বিখ্যাত হিন্দি ছবি, যার শিকড় ছড়িয়ে আছে বাংলা সাহিত্যে।