শেষ আপডেট: 16th December 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর এখনও দু'মাস পেরোয়নি। গত অক্টোবরে 'ফ্রেন্ডস' খ্যাত অভিনেতা ম্যাথু পেরির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। আচমকাই তাঁর মারা যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না কেউ। বাড়ির সুইমিংপুলে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর দেহ। সেসময় ম্যাথুর মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে অভিনেতার চলে যাওয়ার প্রায় দু'মাসের মাথায় প্রকাশ্যে এল মেডিকেল রিপোর্ট।
জানা যাচ্ছে, প্রয়াত অভিনেতা ম্যাথু পেরি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ মাদক কেটামাইন সেবন করতেন। মৃত্যুর দিনেও তিনি কেটামাইন নিয়েছিলেন। সেটারই ওভারডোজের কারণে মারা গিয়েছেন তিনি। এছাড়াও গত ১ বছর ধরে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, "বিষয়টি দুর্ঘটনা হলেও ম্যাথুর মৃত্যুতে কেটামিনের ওভারডোজ অন্যতম বড় কারণ।"
উল্লেখ্য, কেটামিন নামের এই ড্রাগটি অনেকসময়েই চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। এছাড়াও অবৈধভাবে অচৈতন্য করতে এর ব্যবহার করা হয়। আবার গবেষকরাও মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য এই নিষিদ্ধ মাদকের ব্যবহার করে থাকেন। তবে অভিনেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, গত একবছরে ড্রাগ থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছিলেন ম্যাথু পেরি। কিন্তু সেদিন যে পুরো ঘটনাটাই দুর্ঘটনাবশত ঘটে গিয়েছে, তেমনটাই দাবি মেডিকেল এক্সামিনারদের।
তবে কীভাবে বা কখন ম্যাথু পেরি কেটামিন সেবন করেছিলেন, তা ওই রিপোর্টে উল্লেখ করা হয়নি। তবে প্রয়াত অভিনেতার পেটে এই মাদক পাওয়া গিয়েছে। ওই রিপোর্চে বলা হয়েছে পেরির রক্তে যে ড্রাগটি পাওয়া গিয়েছে, তা সার্জারিতে চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়। এর অতিরিক্ত ডোজে হার্টবিট বেড়ে যায় এবং শ্বাসকষ্ট হয়। মনে করা হচ্ছে, এর ফলে ম্যাথু অজ্ঞান হয়ে যান, ও সুইমিংপুলে ডুবে তাঁর মৃত্যু হয়।