শেষ আপডেট: 18th October 2023 12:55
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে স্লামডগ মিলিওনেয়ার ছবিটির কথা আজও ভোলেননি অনেকে। এই ছবি একাধিক অস্কার পেয়েছিল। সেই সঙ্গে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন এই ছবির কলাকুশলীরা। ছবির অন্যান্য তারকাদের পাশাপাশি লতিকার চরিত্রে অভিনয় করা ফ্রিডা পিন্টোকে নিয়েও সেই সময়ে যথেষ্ট আলোচনা হয়েছিল সব মহলে। আজ অর্থাৎ ১৮ অক্টোবর ৩৯ বছর বয়স হল ইন্দো-এশিয়ান এই অভিনেত্রীর।
স্লামডগ মিলিওনেয়ার-এর পর অনেকগুলি বলিউড ছবিরই অফার এসেছিল ফ্রিডা পিন্টোর কাছে। তবে স্লামডগ-এর পর আর কোনও ভারতীয় ছবিতেই দেখা যায়নি তাঁকে। তাই বলে ফ্রিডা যে ছবির জগৎ থেকে দূরে সরে গিয়েছেন এ-কথা বলা চলে না একেবারেই।
২০১০ সালে উডি অ্যালেনের কমেডি ছবি 'ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার' ছবিতে এক রহস্যময়ীর চরিত্রে দেখা গিয়েছিল ফ্রিডাকে। পাশাপাশি ওই একই বছর 'মিরাল' নামে একটি ছবিতে ফের একজন রিফিউজির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মুক্তির পরই প্রবল সমালোচনার মুখে পড়েছিল এই ছবি। নিন্দকদের সমালোচনা থেকে মুক্তি পাননি ফ্রিডা পিন্টো নিজেও।
বিতর্ক সত্ত্বেও কখনও কাজের অভাব হয়নি ফ্রিডার। হলিউডে একের পর এক কাজের অফার এসেছে ফ্রিডার কাছে। তা লুফেও নিয়েছেন তিনি। ২০১১ সালে ফ্রিডা পিন্টোর চার চারটি ছবি মুক্তি পায় হলিউডে। প্রতিটি ছবিতেই তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।
স্লামডগ মিলিওনেয়ার-এ অভিনয় করার সময়ই সহ অভিনেতা দেব প্যাটেলের প্রেমে পড়েন ফ্রিডা। প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। ২০১৪ সালে বিচ্ছেদ হয় দেব-ফ্রিডার।
স্লামডগ মিলিওনেয়ার-এর পর ভারতের ধনীতম অভিনেত্রী হয়ে ওঠেন ফ্রিডা। সেই সঙ্গে 'পিপলস' পত্রিকা তাঁকে 'বিশ্বের সেরা সুন্দরী' এবং 'বিশ্ব সেরা সুন্দর পোশাকের মানবী' হিসেবে মনোনীত করেছিল ২০০৯ সালে।
অভিনয়ের পাশাপাশি ফ্রিডা সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িয়ে থেকেছেন। আন্দ্রে আগাসি এবং স্টেফি গ্রাফের সংস্থায় তিনি যোগদান করেছিলেন ২০১০ সালে। সেই সময়ে ছোটদের ১৫ তম গ্র্যান্ড স্লামের জন্য তিনি ৭৫,০০০ ডলার বার্ষিক চাঁদা তুলেছিলেন ওই সংস্থার হয়ে। পাশাপাশি, মালালা ইউসুফজাই এবং অ্যাঞ্জেলিনা জোলি যে তাঁর আইডল এ কথাও তিনি ঘোষণা করেছেন প্রকাশ্যে।
দেবের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে চিত্রগ্রাহক কোরি ট্র্যানের প্রেমে পড়েন ফ্রিডা। ২০১৯ সালে চিত্রগ্রাহক কোরি ট্র্যানের সঙ্গে এনগেজমেন্ট সারেন অভিনেত্রী। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন।
২০২১ এ পুত্রসন্তানের জন্ম দেন ফ্রিডা। ছেলের জন্মের পর জীবনটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে, জানিয়েছেন অভিনেত্রী। ইদানীং ইনস্টাগ্রামে প্রায়ই ছেলেকে কোলে নিয়ে আদুরে মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।