দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া প্রতারণার মামলা অবশেষে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। চুক্তি ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করা হয়েছিল।
কী ঘটেছিল? ২০১৮ সালে কালীপুজোর ছ'টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য চুক্তিবদ্ধ হন জারিন খান। অভিযোগ অনুযায়ী, অগ্রিম হিসেবে ১২.৫ লক্ষ টাকা গ্রহণ করার পরও তিনি অনুষ্ঠানে হাজির হননি এবং অর্থ ফেরতও দেননি।