শেষ আপডেট: 3rd March 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: এক গাল চওড়া হাসি, কপালে বড় টিপ, তিনি যেন ইন্ডাস্ট্রির বটগাছ, অনেকের আশ্রয়। তাঁর সারেঙ্গি এখনও বেজে চলেছে অবিরাম। — এখনও তিনি গান গেয়েই চলেছেন। ১৯৭২ সালে যে কেরিয়ার শুরু হয়েছিল এত বছর পার হলেও আজও তিনি থেমে নেই। তিনি হৈমন্তী শুক্লা (Haimanti Sukla)। শিষ্যরা বলেন, 'তিনি মায়ের মতোই ভাল'। অথচ সেই মানুষটিই আজীবন অবিবাহিতই রয়ে গেলেন, কেন হলেন না সংসারী?
এক রিয়ালিটি শো'র মঞ্চে ঠিক এই প্রশ্নই করা হয়েছিল তাঁকে। তাঁর কথায়, “গান ছাড়া আমার কিছুই ভাল লাগে না। গানটার সঙ্গেই গভীর প্রেম, আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।” সংসারী হওয়ার ইচ্ছে হল না কোনওদিন? এক মুহূর্তে না ভেবেই গায়িকার উত্তর, "না, কখনও না, কেন আমার বর হল না, ছেলেপুলে হল না, এ সব মনে হয়নি। আসলে আমার এত ছেলেপুলে যে লোক আমাকে মা বলে ডাকে।”
জন্ম দিলেন কি শুধু মা হওয়া যায়? তাঁর অন্তরেই যে লুকিয়ে রয়েছে গভীর মাতৃত্ববোধ। সংসারী হননি নিজের ইচ্ছায়। কিন্তু প্রেম? তাও কি জীবনে আসেনি কোনওদিন?
রাখঢাক না করেই তাঁর উত্তর, “কেউ হয়তো ভালবেসেছে। আমি বুঝতে পারিনি। অনেকেই আমায় জিজ্ঞাসা করেন, তুমি এত ভালবাসার গানগুলো কাকে ভেবে গাও? আমি তখন উত্তর দিই ওই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায় তখন।” কিছু দিন আগেই মুক্তি পেয়েছে হৈমন্তীর আত্মজীবনী 'এখনও সারেঙ্গিটা বাজছে'.১৯৭২ সালে শুরু হয়েছিল তাঁর যাত্রা। আজও সারেঙ্গির সুরে মোহিত তাঁর ভক্তরা।