অনেক অনুরাগীই শ্বেতার এই পোস্টের নীচে কমেন্ট করেন। স্মৃতিচারণা করেন। শ্বেতার পাশে থাকার বার্তাও দেন।
শ্বেতা ও সুশান্ত (ফাইল ছবি)
শেষ আপডেট: 14 June 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর আগে এই দিন এমন দুপুরে রহস্য মৃত্যু হয়েছিল অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। বলিউডের তরুণ তারকার হঠাৎ মৃত্যু অনেকেই এখনও মেনে নিতে পারেননি। অনেকে আজও বিশ্বাস করেন না তিনি নেই। বহু অনুরাগীর মনে এখনও তাঁর স্মৃতি গাঢ়। তবে ভাইকে হারানোর এই দিনটা তাঁর দিদি শ্বেতা সিং কীর্তির কাছে শুধুই একটা খারাপ বা শোকের দিন নয়। ভাইয়ের হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হওয়ার দিনও।
সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন শ্বেতা। জানিয়েছেন, 'আজ ভাইয়ের মৃত্যুর পাঁচ বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে অনেক কিছু হয়েছে। সিবিআই কোর্টে রিপোর্ট জমা দিয়েছে, এখন আমরা তা সংগ্রহ করার প্রক্রিয়ায় আছি।'
তবে কেবল মামলা বা তদন্ত নয়, সুশান্তকে তাঁর আসল রূপে মনে রাখারও আবেদন জানিয়েছেন শ্বেতা। পোস্টে তিনি লেখেন, 'যাই হোক, মন খারাপ করার দরকার নেই। ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, ভালবাসায় আস্থা রাখতে হবে। সুশান্ত মানে ছিল শুদ্ধ, জীবন আর জ্ঞান নিয়ে তীব্র কৌতূহল, সকলকে সমান চোখে দেখা আর নিঃস্বার্থ দান করার মানসিকতা। ওর চোখে-মুখে শিশুর মত সারল্য ছিল, যেটা দেখে যে কোনও হৃদয় গলে যেত।'
পোস্টে আরও যোগ করেছেন শ্বেতা সিং, 'ভাই আমাদের ছেড়ে কোথাও যায়নি। ও আমাদের সবার মাঝেই আছে। যখন আমরা মন খুলে কাউকে ভালবাসি, যখন জীবনের প্রতি শিশুর মত আগ্রহ নিয়ে এগিয়ে যাই, তখনই সুশান্তের অস্তিত্ব টের পাই আমরা। ভাইয়ের নাম ব্যবহার করে কোনও নেতিবাচক আবেগ ছড়িও না, ও সেটা কখনওই চাইত না।'
শ্বেতার কথায়, সুশান্তের প্রভাব আজও অনেক মানুষের মনে ছাপ রেখে গিয়েছে। যে কোনও মহান মানুষের উত্তরাধিকার, কালের সঙ্গে আরও বেড়ে চলে। কারণ, তাঁদের ব্যক্তিত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলতে থাকে।
অনেক অনুরাগীই শ্বেতার এই পোস্টের নীচে কমেন্ট করেন। স্মৃতিচারণা করেন। শ্বেতার পাশে থাকার বার্তাও দেন।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতকে মুম্বইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই জানানো হয়। কিন্তু পরিবারের দাবি ছিল, তিনি আত্মহত্যা করতে পারেন না। পরে এই মামলা সিবিআইয়ের হাতে যায়। একাধিক দিক থেকে তদন্ত চললেও এখন পর্যন্ত সুশান্তের মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্নের উত্তর মেলেনি।
তবে সুশান্তের পরিবার, বিশেষ করে শ্বেতা এখনও আশা ছাড়েননি। আজকের পোস্টে সেই বার্তাই যেন আরও একবার উঠে এল।