শেষ আপডেট: 27th June 2024 20:43
১৯৯১ সালে বম্বেতে রেকর্ড হয়েছিল এই বাংলা ছবির গান। স্বয়ং রাহুল দেব বর্মণ সুর দিয়েছিলেন এই ছবির সব ক'টি গানে।গেয়েছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অমিতকুমার,কবিতা কৃষ্ণমূর্তি ,কুমার শানু। কিন্তু সে সময় গান বা ছবি কোনওটাই মুক্তি পায়নি।তাই কিংবদন্তী শিল্পীদের গাওয়া বাংলা গানগুলি আড়ালেই রয়ে গেছে। সেই অশ্রুত গানগুলি নতুন ভাবে তিন দশক পর মুক্তি পেল ফ্লিক্সবাগ মিউজিকের(Flixbug Music)হাত ধরে।27 জুন আর ডি বর্মণের ৮৫ তম জন্মদিনে তাঁর সুরারোপিত পাঁচটি বাংলা অপ্রকাশিত গান মুক্তি পেল। বহু দিনের অপূর্ণ সাধ পূর্ণ হল আর ডি ভক্তদের। শুধু তাই নয় লতা,আশা,অমিত,শানু ভক্তরাও ফেলে আসা দিনের গানে নস্ট্যালজিক।
কোন বাংলা ছবির জন্য আর ডি এই বাংলা গান গুলি সুর করেছিলেন, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। জানাব সেই সোনার খনির গল্প।
১৯৯১ সালে 'পুষ্পাঞ্জলি' ছবির জন্য সুর করেছিলেন আর ডি বর্মণ। তখনকার বক্সঅফিস হিট প্রযোজক প্রবীর রক্ষিত ছিলেন 'পুষ্পাঞ্জলি' ছবির প্রযোজক। প্রবীর রক্ষিত পরিচালক অঞ্জন চৌধুরির 'ছোট বউ', 'গুরু দক্ষিণা', 'বিধিলিপি'র মতো সুপার ডুপার হিট ছবি প্রযোজনা করেছিলেন। কিন্তু 'পুষ্পাঞ্জলি'র পরিচালক অঞ্জন চৌধুরী ছিলেন না।
'পুষ্পাঞ্জলি' র সবথেকে মর্মস্পর্শী গানটি 'কী করে বাঁচব বল নিয়ে মোর অপরাধী মন' গেয়েছিলেন লতা মঙ্গেশকর। গানের প্রিলিউড মন ছুঁয়ে যায়। অথচ গানটি প্রচার পায়নি। বম্বেতে লতার গান রেকর্ডের দিন উপস্থিত ছিলেন প্রবীর রক্ষিত। এর কিছুদিন পর প্রবীর রক্ষিত মারা যান। চাপা পড়ে গেছিল ছবির সব তথ্য। কিন্তু সেই মেঘে ঢাকা তারা গানগুলির সন্ধান পাওয়া যায় কিছু বছর আগে। আর ডি র জন্মদিনে ফ্লিক্সবাগ মিউজিক এই ছবির পাঁচটি অপ্রকাশিত গান রিলিজ করল 'পাঁচে পঞ্চম' নামে। গানে গানে ফিরে এল তিন দশক আগের নস্ট্যালজিক দিনগুলি।
লতার গানের সঙ্গেই আশা ভোঁসলের কন্ঠে 'খেলিস কেন দিদিভাই', আশা ভোঁসলে ও কুমার শানুর ডুয়েট 'চোখে চোখে', কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া 'ভালবাসা ভালবাসা' এবং অমিতকুমার ও স্বপ্না মুখোপাধ্যায়ের ডুয়েট 'আমি তুমি দুজনাতে'। গানের কথা লিখেছিলেন শচীন ভৌমিক। পাঁচটি অপ্রকাশিত বাংলা গান তিন দশক পর মুক্তি পেল । অমিত-স্বপ্নার বাংলা গানটি হিন্দি ভার্সনে একই সুরে বেসিক অ্যালবামে গেয়েছিলেন জোজো।গানটি ছিল 'তেরা দিল মেরা হুয়া'।
আর ডি বর্মণের জন্মদিনে শ্রোতাদের জন্য এরথেকে ভাল উপহার আর কী হতে পারে। বিখ্যাত চিত্রনাট্যকার শচীন ভৌমিক গল্প লিখেছিলেন 'পুষ্পাঞ্জলি' ছবির। কিন্তু গান রেকর্ডের পরপর প্রবীর রক্ষিত মারা যান। যে কারণে ছবির শ্যুটিং ও আর শুরু করা যায়নি। ছবির গানের কথাগুলি শুনলেই বোঝা যায় ছবির গল্প লেখার পরই গানগুলি রেকর্ডিং হয়। কিন্তু প্রবীর রক্ষিতের মৃত্যুর কারণে ছবির কাস্টিং এমনকী পরিচালক কে হবেন তাও ঠিক করা হয়নি। বহু আগেই গানগুলি রেকর্ড করা হয়।
তবু লতা মঙ্গেশকর থেকে আশা ভোঁসলে,অমিত কুমার,কবিতা কৃষ্ণমূর্তি,কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়ের মতো তাবড় তাবড় শিল্পীদের গাওয়া গানগুলি যে উদ্ধার করে রিলিজ করা গেল সেটাই পরম প্রাপ্তি। তবে আরো একটি মিউজিক্যাল হিট বাংলা ছবির থেকে আমরা বঞ্চিত হলাম। বেদনা শুধু সেটাই রয়ে গেল। আর ডি র পায়ে সঙ্গীতের পুষ্পাঞ্জলি এভাবেই দিল ফ্লিক্সবাগ মিউজিক।