শেষ আপডেট: 25th December 2021 09:11
সুকেশ-যোগ, ইডি লিস্টে আরও ৫ বলিউড অভিনেত্রী, বাজেয়াপ্ত হচ্ছে জ্যাকলিন, নোরার উপহার
দ্য ওয়াল ব্যুরো: আর্থিক অপরাধী, প্রতারক (conman) তকমা পাওয়া সুকেশ চন্দ্রশেখরের (sukesh) বলিউড যোগের (bollywood conection) বিস্ফোরক তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। জ্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline), নোরা (nora)ফতেহির মতো অভিনেত্রীর সঙ্গে তার দহরম মহরমের খবরও বেরিয়েছে। দুজনকেই কোটি কোটি টাকার গিফট (gift) দিয়েছেন তিনি। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (enforcement directorate) দাবি, কম করে আরও ৫ বলিউড অভিনেত্রীর (actress) ঘনিষ্ঠ যোগ ছিল সুকেশের সঙ্গে। তাঁরাও সরাসরি বা পরোক্ষে যুক্ত ছিলেন তার সঙ্গে, তার কাছ থেকে নানা সময়ে উপহারও নিয়েছেন। জ্যাকলিন, নোরার পাশাপাশি তাঁরাও এবার ইডির আচসকাঁচের নীচে। শীঘ্রই ৫জনকে তলব করা হতে পারে। নাম জড়িয়েছে শ্রদ্ধা কপূর, শিল্পা শেট্টিরও। সুকেশ জেরায় তাঁদের নাম করেছেন। এখনকার মতো তাঁদের সাক্ষী হিসাবে ধরা হবে সুকেশের আর্থিক প্রতারণা মামলায়। তাঁদের তালিকা তৈরি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখবে, এই অভিনেত্রীরা কি সুকেশের আসল পরিচয় জানতেন, কেন তাঁরা সুকেশের দেওয়া উপহার নিয়েছিলেন। এদিকে ইডি জ্যাকলিন ও নোরাকে সুকেশের দেওয়া উপহার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে খবর। সুকেশের বিরুদ্ধে দেশের এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ভুয়ো পরিচয়ে ২০২০র জুন থেকে চলতি বছরের মে মাসের মধ্যে ২০০ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে। সেই অপরাধের মাধ্যমে পাওয়া অর্থে সে দামী দামী উপহার কিনে পাঠিয়েছে অভিনেত্রীদের। জ্যাকলিনকে ১০ কোটি টাকার ওপর গিফট, নোরাকে বিএমডব্লু গাড়ি- উপহারে ভরিয়ে দিয়েছে তাঁদের। জ্যাকলিনকেও বিলাসবহুল গাড়ি, হিরে, দামী ব্যাগ থেকে শুরু করে কত কী-ই না দিয়েছে। ইডি এবার তোলাবাজি করে পাওয়া অর্থ আদায়ে যাবতীয় উপহারসামগ্রী বাজেয়াপ্ত করতে চলেছে। জিজ্ঞাসাবাদ পর্বে জ্যাকলিন সুকেশের কাছ থেকে তাঁর বোন দেড় লাখ ডলার লোন নিয়েছেন বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়ানিবাসী ভাইয়ের অ্যাকাউন্টেও ১৫ লাখ টাকা ট্রান্সফার করেছেন সুকেশ। জ্যাকলিন জানিয়েছেন, তিনি সুকেশের সঙ্গে ২০১৭র ফেব্রুয়ারি থেকে কথা বলতেন। ২০২১ এর আগস্টে গ্রেফতার হয় সুকেশ। তারপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। সুকেশ নাকি তাঁকে সান টিভির মালিক, প্রয়াত জয়ললিতার পরিবারের সদস্য বলে নিজের পরিচয় দিয়েছিলেন।