শেষ আপডেট: 1st February 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: আজও প্রথমবার প্রেমে পড়ার সেই স্মৃতি মনে পড়ে নিশ্চয়ই। সেই রোমাঞ্চ, শিহরণ কিংবা উত্তেজনা তার মতো অবিস্মরণীয় অভিজ্ঞতার আর কিছুই বোধ হয় নেই। এমনই সব টুকরো মুহূর্তে সাজতে চলেছে করণ জোহরের প্রযোজিত নতুন ছবি ‘নাদানিয়ান’। তরুণ প্রাপ্তবয়স্কদের রোমান্টিক এই ড্রামায় রয়েছে প্রথম প্রেমের জাদু, উন্মাদনা এবং ঋজুতা।
নিষ্পাপ প্রেমের ছবিতে আত্নপ্রকাশ করতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম। বিপরীতে রয়েছেন খুশি কাপুর। গল্পে দুইজন দুই মেরুর মানুষ। সাউথ দিল্লির সাহসী এবং প্রাণবন্ত মেয়ে পিয়া এবং নয়ডার ড্যাশিং প্রতিজ্ঞাবদ্ধ মধ্যবিত্ত ছেলে অর্জুন। সম্পূর্ণ ভিন্ন জগতের দুই মানুষ যখন পরস্পরের কাছাকাছি আসতে থাকে, প্রেমে পড়ে প্রথমবার, জন্ম নেয়, এক নিষ্পাপ অনুভূতি, তাতে থাকে অস্থিরতাও। এভাবেই শুরু হয় পরিচালক শাওনা গৌতমের প্রথম ছবি ‘নাদানিয়ান’।
View this post on Instagram
শাওনা গৌতম, যিনি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ইব্রাহিম এবং খুশিকে এক রোমাঞ্চকর নতুন অন-স্ক্রিন জুটিতে একসঙ্গে এনেছেন পরিচালক।ধর্মাটিক এন্টারটেইনমেন্টের প্রযোজকরা বলেন, ‘ভালোবাসা সবসময়ই আমাদের গল্প বলার কেন্দ্রবিন্দুতে ছিল, এবং নাদানিয়ানের সঙ্গে, আমরা এটিকে একেবারে নতুন এবং আরও তারুণ্যের মাধ্যমে ফোটাতে চেয়েছি।’
নেটফ্লিক্সেই মুক্তি পাবে ‘নাদানিয়ান’। ছবির নায়িকা খুশি কাপুর। খুশির ঝুলিতে সবে একখানা নেটফ্লিক্স সিরিজ ‘আর্চিজ’। কিছুদিন পর অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপ্পা’। ক ছবিতে খুশির বিপরীতে আছেন বলিউডের আমিরপুত্র জুনায়েদ খান। সেই ছবির মুক্তির আগেই যে শ্রীদেবী কন্যার আরও একটি ছবির খবর এল প্রকাশ্যে। কিছুদিন আগেই সাদাকালো ছবিতে দেখা গিয়েছিল তিনি একজন হুডি পরা পুরুষকে জড়িয়ে আছেন অভিনেত্রী। তিনি আদপে কে? তা অবশ্য জানা যায়নি। তবে আজকের এই প্রথম লুক দেখার পর নেটিজেনদের অনুমান, সেই ব্যক্তি সইফ পুত্র ইব্রাহিমই ছিলেন।
নাদানিয়া ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মহিমা চৌধুরী, সুনীল শেট্টি, দিয়া মির্জা, যুগল হংসরাজ, প্রমুখকে।