শেষ আপডেট: 26th March 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: নতুন থ্রিলার। নতুন জুটি। শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির নাম ‘স্লেয়ার’। প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক। একেবারে নারীকেন্দ্রিক সাইকো থ্রিলারের পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। কীভাবে তাঁর জীবন দূর্বিসহ হয়ে ওঠে। এবং গল্প যত এগোয়, আরও কঠিন হয়ে ওঠে তাঁর জীবন। শুভঙ্কি ধর, টিভি সিরিয়ালের পরিচিত মুখ। ‘স্লেয়ার’-এর মাধ্যমেই বড় পর্দায় পা দিতে চলেছেন অভিনেত্রী।
আরিয়ান-শুভঙ্কি ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্যদের। পরিচালক দ্বৈপ্যনের কথায় ‘এই ছবিতে শুভঙ্কি-আরিয়ানের নতুন জুটি হিসেবে, দর্শকের কাছে এক চমক।
ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। একেবারে থ্রিলারের মোড়কে ছবির গল্প ফাঁদা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ অভিনেত্রী শুভঙ্কি বলেন, ‘ছবিতে আমার লুক একেবারে অন্য। থ্রিলার, মার্ডার, রহস্য সবকিছু নিয়েই স্লেয়ার। আরিয়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল।’
ছবির শুটিং হয়েছে কলকাতায়। ছবিতে মিউজিক এর দ্বায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে অমিত সিনহা এর প্রযোজনা সংস্থা ‘অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস’ এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘স্লেয়ার’।