
বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাতায় এক দুর্দান্ত খুশির খবর শেয়ার করলেন স্বস্তিকা নিজেই। কী খবর! এবারে ‘দ্য ফিল্ম ক্রিটিকস গোল্ড’ ২০২০ সালের ভারতের সেরা ১০ টি সিনেমার তালিকা প্রকাশ করেছে গতকাল। বলিউড ছাড়াও বেশ কিছু দক্ষিণী সিনেমা, এবং একমাত্র বাংলা সিনেমা, স্বস্তিকা অভিনীত ‘তাসের ঘর’ সেখানে স্থান পেয়েছে।
শুধু তাই নয়, গোটা দেশের অত্যন্ত গুণী সেরা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মনোনয়নপত্রে স্বস্তিকা ছাড়াও রয়েছেন আরও একজন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তাছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম, ঐশ্বর্য রাজেশ, শিল্পী মারওয়াহা। অন্যদিকে সেরা অভিনেতাদের মধ্যে মনোনীত হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী, মনোজ বাজপেয়ী সহ আরও অনেকে।
And this happened !!
Thank you @theFCGofficial @CCFAwards for the nomination 💃🏽💃🏽
Hear hear @Fly2Sudipto @iammony @hoichoitv
Congratulations to all the actors 🥳🥰 pic.twitter.com/FmAc4sQEps— Swastika Mukherjee (@swastika24) January 28, 2021
লকডাউনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছিল পরিচালক সুদীপ রায় পরিচালিত ‘তাসের ঘর’। ঘরের মধ্যে একাকিত্বে ভোগা এক গৃহবধূর গল্প নিয়েই তৈরি হয়েছিল ‘তাসের ঘর’। সেসময় সিনেমার কাহিনি নিয়ে সমালোচনা করা হলেও, স্বস্তিকার অভিনয় নিয়ে কেউ কোনও প্রশ্ন তোলেননি।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, ২০২০ সাল তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বছর। গত বছরে তিনি বাবাকে হারালেও, কাজের জন্য শতব্যস্ততার মধ্যে কেটেছে তাঁর। বিভিন্নরকমের চরিত্রে নিজেকে ভেঙে গড়ে অভিনয় করেছেন তিনি। প্রতিটাই তাঁর মনের কাছাকাছি। স্বাভাবিকভাবেই স্বস্তিকা যেমন আনন্দে আত্মহারা, তেমনই বাঁধাভাঙা উচ্ছ্বাস তাঁর অনুরাগীদের।