Latest News

‘৬৪! আমি তো ভাবলাম আমার ৪৬ বছর হল’: জন্মদিনে মজা করলেন জ্যাকি স্রফ

দ্য ওয়াল ব্যুরো: তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম অভিনেতা। শুধু বলিউডে নয়, দেশের বিভিন্ন ভাষার সিনেমায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। কেরিয়ারের শুরুতে মডেলিং করলেও, ১৯৮২ সালে দেব আনন্দ পরিচালিত ‘স্বামী দাদা’ সিনেমার হাত ধরে বলিউডে তাঁর আত্মপ্রকাশ ঘটে‌। তারপর ১৯৮৩ সালে ‘হিরো’ সিনেমার আগে তাঁর আসল নাম বদলে দেন পরিচালক সুভাষ ঘাই। তিনি জয়কিষাণ কাকুভাই ওরফে জ্যাকি স্রফ। আজ তাঁর জন্মদিন‌।

 

৬৪ ছুঁলেন জ্যাকি স্রফ। এখনও তাঁর স্টাইল, বাচনভঙ্গি টেক্কা দেয় কমবয়সী অভিনেতাদের। সেটা তিনি নিজেও মনে করেন‌ কখনও কখনও। তাই তো এক সাক্ষাৎকারে বলেছেন, “৬৪! আমি তো ভাবলাম আমার ৪৬ বছর হল।” বলতে বলতে নিজেই হেসে গড়িয়ে পড়লেন জ্যাকি স্রফ। তারপর বললেন, “প্রতিবার জন্মদিন যেভাবে কাটাই, এবছরেও সেভাবে কাটাব। সিনেমার শ্যুটিংয়ের কাজ করব। কয়েকটা গাছ লাগাব। পথশিশুদের খাওয়াব। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাব। এটাই যেন আমার জন্মদিনের রিচ্যুয়াল।”

জন্মদিনের দিন স্মৃতির সরণি দিয়েও হাঁটলেন কিছুটা। একজায়গায় তিনি বললেন, “ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে। জন্মদিনের দিন মিষ্টি নিয়ে যেতাম স্কুলে। শুধু বন্ধুদের না, ক্লাসের সবাইকেই মিষ্টি খাওয়াতাম।” তারপরেই আগামীর কথা ভেবে জ্যাকি স্রফ বলেছেন, “জন্মদিনে আমি সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। শিরদাঁড়া সোজা রাখো। লম্বা শ্বাস নাও। শান্তিতে থাকো সকলে।”

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা টাইগার স্রফ। জানালেন বাবাই তাঁর একমাত্র আইডল, একমাত্র হিরো। কয়েকটি ছবিও পোস্ট করেছেন টাইগার। শোনা যাচ্ছে, বলিউডের একটি সিনেমার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন জ্যাকি স্রফ। কিন্তু কী সিনেমা, সেটা নিয়ে তিনি এখনও সরাসরি কিছু জানাননি। তবুও এই বয়সেও সোশ্যাল মিডিয়া তাঁর ভক্তদের শুভেচ্ছায় ভরে যাচ্ছে।

You might also like