Latest News

দেহদান করা হবে তরুণ মজুমদারের, মিছিল বাদ, দেওয়া হবে না মালাও

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পরিচালক (Director) তরুণ মজুমদারের (Tarun Majumdar) দেহ দান করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। এমনকী, কোনও শোকমিছিল হবে না, দেওয়া হবে না মালাও। স্পষ্ট করে একথা জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে অথবা এনটি ১ স্টুডিওতে। সেখান থেকে ফের পরিচালকের দেহ আনা হবে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর দেহদান করা হবে।

আজ, সোমবার সকালে বাংলা সিনেমার জগতে হঠাৎই নক্ষত্রপতনের খবর আসে। শারীরিক অসুস্থতার কারণে গত ১৪ জুন থেকে এসএসকেএম হাসপাতলে ভর্তি ছিলেন চিত্রপরিচালক তরুণ মজুমদার। কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সকাল ১১.১৭ মিনিটে প্রয়াত হন তিনি।

১৯৩১ সালে বর্তমান বাংলাদেশের বগুড়াতে জন্ম তরুণ মজুমদারের। রসায়নের ছাত্র হলেও সেলুলয়েডের জগৎ প্রবলভাবে আকর্ষণ করত তাঁকে। ২৮ বছর বয়সে পা রাখেন সিনেমার জগতে। ২০১৮ সাল পর্যন্ত ছবি পরিচালনা করে গেছেন নিরন্তরভাবে। শেষ ছবির নাম ‘ভালবাসার বাড়ি।’ ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাঁকে।

পেনসিল, ব্লাউজ, মিষ্টি— তরুণ মজুমদারকে নিয়ে কত গল্প! স্মৃতির ঝুলি খুললেন তারকারা

You might also like