
দক্ষ অভিনেত্রী; তাঁর অভিনয় দক্ষতায় তাঁকে পরিচিতি দিয়েছে সকলের কাছে। টেলিভিশন থেকে সিনেমা হয়ে বর্তমানে বাংলা ওয়েব সিরিজের একছত্র সম্রাজ্ঞী সায়নী। রাজনীতি নিয়েও তিনি সচেতন, নিজের মেরুদণ্ড সোজা করে বর্তমান পরিস্থিতি নিয়ে রাখছেন মতামতও! সায়নীর ব্যক্তিত্বকে কুর্ণিশ জানায় তাঁর অনুগামীরা। ঠিক এই কারণেই গতকাল জন্মদিনের শুভেচ্ছাতে ভরে গেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ট্যুইটার থেকে ফেসবুক সর্বত্রই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষ সকলে। বলা ভাল, ভরা শীতে ভালবাসার উষ্ণতাতে ভরে উঠেছে সায়নীর সোশ্যাল মিডিয়ার উঠোন।
I can’t express my gratitude to each one of you who wished me on my birthday. I have miserably failed in replying to each one personally, but i hope u know it matters! Your love & support is my driving force. Ever indebted ♥️ thank you folks 🙏🏻 pic.twitter.com/vfJg4uo1la
— saayoni ghosh (@sayani06) January 28, 2021
পরমব্রত চট্টোপাধ্যায় থেকে এনা সাহা সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। সায়নী নিজেও ট্যুইটারে টুইট করে জানান যে তিনি কতটা আপ্লুত। সকলের শুভেচ্ছাতে ভীষণই খুশি অভিনেত্রী। সেই খুশির ঝলক উঠে এসেছে তাঁর টুইটে।
![]()
আরও পড়ুন: সায়নী-দেবলীনাকে বলেছে, বাংলার বাইরে গেলে রেপ করে দেবে! আমিও দেখাব…: পুরশুড়ায় মুখ্যমন্ত্রী
‘চরিত্রহীন’, ‘তিন কাপ চা’, ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ ইত্যাদি বহু ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন ও দর্শকদের মন জিতে নিয়েছেন। তবে তিনি যে কেবল দক্ষ অভিনেত্রী এমনটা নন, একজন সুগায়িকাও। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমাতে অ্যাশ কিংয়ের সঙ্গে তাঁর যুগলবন্দী মন কেড়েছে দর্শকদের। এই সিনেমার ‘কঠিন তোমাকে ছাড়া একদিন’ গানটা গেয়ে সায়নী মন জিতে নিয়ে বহু ফ্যানেদের।