Latest News

সায়নীর প্রোফাইল উপচে পড়ল শুভেচ্ছায়, সরগরম রাজনীতির আবহেই জন্মদিন পেরোল তাঁর

দ্য ওয়াল ব্যুরো: নেটিজেনদের গসিপ টেবিলে কিংবা বিকেলের চায়ের কাপে যিনি এখন সবথেকে হট টপিক সেই সায়নী ঘোষের জন্মদিন ছিল গতকাল। সায়নী জীবনের ক্যানভাসে এগিয়ে গেলেন আরও একটা বছর। তাঁর বারো বছরের কেরিয়ার জীবনে এই জন্মদিনটা একটু অন্যরকম। রাজ্য রাজনীতিতে বর্তমানে সায়নীর নাম ভীষণভাবেই প্রচলিত। রামের নাম ভালবেসে বলা থেকে শুরু করে টুইট যুদ্ধ, সবতেই জড়িয়েছেন তিনি।

দক্ষ অভিনেত্রী; তাঁর অভিনয় দক্ষতায় তাঁকে পরিচিতি দিয়েছে সকলের কাছে। টেলিভিশন থেকে সিনেমা হয়ে বর্তমানে বাংলা ওয়েব সিরিজের একছত্র সম্রাজ্ঞী সায়নী। রাজনীতি নিয়েও তিনি সচেতন, নিজের মেরুদণ্ড সোজা করে বর্তমান পরিস্থিতি নিয়ে রাখছেন মতামতও! সায়নীর ব্যক্তিত্বকে কুর্ণিশ জানায় তাঁর অনুগামীরা। ঠিক এই কারণেই গতকাল জন্মদিনের শুভেচ্ছাতে ভরে গেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ট্যুইটার থেকে ফেসবুক সর্বত্রই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষ সকলে। বলা ভাল, ভরা শীতে ভালবাসার উষ্ণতাতে ভরে উঠেছে সায়নীর সোশ্যাল মিডিয়ার উঠোন।

পরমব্রত চট্টোপাধ্যায় থেকে এনা সাহা সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। সায়নী নিজেও ট্যুইটারে টুইট করে জানান যে তিনি কতটা আপ্লুত। সকলের শুভেচ্ছাতে ভীষণই খুশি অভিনেত্রী। সেই খুশির ঝলক উঠে এসেছে তাঁর টুইটে।


আরও পড়ুন: সায়নী-দেবলীনাকে বলেছে, বাংলার বাইরে গেলে রেপ করে দেবে! আমিও দেখাব…: পুরশুড়ায় মুখ্যমন্ত্রী

‘চরিত্রহীন’, ‘তিন কাপ চা’, ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ ইত্যাদি বহু ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন ও দর্শকদের মন জিতে নিয়েছেন। তবে তিনি যে কেবল দক্ষ অভিনেত্রী এমনটা নন, একজন সুগায়িকাও। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমাতে অ্যাশ কিংয়ের সঙ্গে তাঁর যুগলবন্দী মন কেড়েছে দর্শকদের। এই সিনেমার ‘কঠিন তোমাকে ছাড়া একদিন’ গানটা গেয়ে সায়নী মন জিতে নিয়ে বহু ফ্যানেদের।

You might also like