শেষ আপডেট: 20th January 2025 14:51
প্রথমে ছবিটির পরিচালনার দায়িত্ব ছিল মীরাক্কেল খ্যাত ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের কাঁধে। পরে সেই দায়িত্বভার চলে আসে পরিচালক সায়ন্তন ঘোষালের কাছে। তিনিই এবার সর্বে সর্বা। কলকাতা শহর জুড়ে চলছে ছবির শুটিং। আপাতত ছবির নাম ঠিক হয়েছে ‘মহানগর’। তবে সূত্রের খবর, ছবির নাম পরিবর্তন হবে।
দিন কয়েক আগে, ১৭ সর্দার শঙ্কর রোড লেক মার্কেট। শুভায়ণ ম্যারেজ হাউসে হল জমিয়ে ছবির শুটিং। জমিয়ে কারণ কে নেই ছবিতে, স্বস্তিকা মুখোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, দিতিপ্রিয়া রায়, গৌরব চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, সুমনা দাস প্রমুখ (Sayantan Ghosal, Swastika Mukherjee, Silajit Majumder, Gaurav Chakrabarty, Ditipriya roy, Satyam Bhattacharya, Anirban Chakrabarty)। খানিক গোপনীয়তা বজায় রেখেই কলকাতার আনাচকানাচে হচ্ছে শুটিং। ছবির গল্প খুব বেশি প্রকাশ্যে আসেনি। তবে যা জানা যাচ্ছে, তা মোটামুটি এরকম। মূলত, কলকাতায় গড়ে ওঠা বস্তি এবং সেই বস্তি উচ্ছেদের ঘটনা নিয়ে খানিক রাজনৈতিক খানিক সামাজিক প্রেক্ষাপটে বোনা হয়েছে ছবির গল্প। চলতি মাসে ছবির শুটিং শেষ হওয়ার কথা ছিল, তবে তা পিছিয়ে যায়। ফেব্রুয়ারি মাসে শেষ হতে পারে ছবির শুটিং।
শহরের বস্তি গুঁড়িয়ে ফ্ল্যাট তুলতে উদ্যত হয়েছে পার্টির কর্মীরা আর অপর পক্ষে বস্তি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে একদল। পার্টি, পলিটিক্স, প্রমোটার, এনজিও ঢুকে পড়ে ঘটনার পরতে-পরতে। এবং তারপরেই ঘটে যায় এক খুন! এমন এক ছকে গল্প সাজিয়ে চলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।
প্রসঙ্গত, সায়ন্তনের পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Sayantan Ghosal, Swastika Mukherjee)। 'বিজয়া’। কলেজে-কলেজে র্যাগিং এবং ছাত্র মৃত্যুর ঘটনার নগ্ন-ভয়াবহ উঠে আসে সিরিজে। অভিনয়ে ছিলেন সাহেব চট্টোপাধ্যায় ও বিদীপ্তা চট্টোপাধ্যায়।