
‘ড্রাইভ ইন ভ্যাক্সিনেশন’ এর সূচীতে তিনি নিজেও করোনার ভ্যাক্সিন নিয়েছেন। সে বিষয়ে নিজেই টুইট করে জানিয়েছ অভিনেতা, এবং সবাইকে এই টিকা নেওয়ার অনুরোধও করেছেন। এরপরেই ফারহানকে ‘ বখে যাওয়া এক তারকা’ বলে ওই টুইটে এক ব্যক্তি কমেন্ট করেন। পাশাপাশি সেই ব্যক্তি এও লেখেন যে ৬০ বছরের বয়সোর্ধ্বদের জন্য ধার্য হওয়া এই করোনা টিকা ফারহান নিয়েছেন নিজের তারকা পরিচয় ভাঙিয়ে। কারণ ফারহানের বয়স ষাট পেরোয়নি, না তো তিনি শারীরিকভাবে পঙ্গু!
একমুহূর্ত দেরি না করে ওই ট্রোলারকে একহাত নিয়েছেন ‘তুফান’-তারকা। স্বল্প ভাষায় ওই ট্রোলারের উদ্দেশে ব্যঙ্গ করে বছর ৪৭ এর ফারহান উত্তর দেন,’এই করোনা টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল ৪৫ বছর বয়স ঊর্ধ্ব মানুষদের জন্য। এবার এই সমাজের মঙ্গলের জন্য আপনি বরং একটি গঠনমূলক কাজ করুন। এই ধরুন আপনার ফোনটিকে এখনই ছুঁড়ে ফেলে দিন!’
এই টিকাকরণের ব্যবস্থা করার জন্য ‘বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ এবং মুম্বই পুলিশের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফারহান। সেই সঙ্গে জনসাধারণের জন্য তাঁর বার্তা, ”যাঁরা এই টিকাকরণের জন্য হাজির হচ্ছেন তাঁদের জানিয়ে রাখি সবমিলিয়ে গোটা ব্যাপারটা একটু সময়সাপেক্ষ। ঘণ্টা ২-৩ লাগতে পারে। তাই সম্ভব হলে নিজেদের কাছে একটু জল, বিস্কুট রাখুন।”