শেষ আপডেট: 9th January 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম সারির চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় নাম আসে ফারহান আখতারের। সেই সঙ্গে তিনি তাঁর অনবদ্য অভিনয়ে নজর কেড়েছেন দর্শকদের। এক কথায় ফারহান বহুমুখী প্রতিভার অধিকারী, একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং গায়ক। তাঁর কেরিয়ারে রয়েছে একাধিক সুপারহিট সিনেমা। আজ তাঁর জন্মদিন। ৫১তম জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক ৭টি অসাধারণ ছবি। যা আপনি এখনই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন।
১. জিন্দেগি না মিলেগি দোবারা
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও (Netflix, Amazon Prime Video)
তিন বন্ধুর জীবনের আনন্দের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি বলিউডের অন্যতম সেরা রোড ট্রিপ মুভি। স্পেনের প্রেক্ষাপটে গড়ে ওঠা ছবিতে বন্ধুত্ব, ভালবাসা এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার যাত্রা দেখানো হয়েছে। ফারহান আখতারের অসাধারণ অভিনয় এবং তাঁর কবিতার সংলাপ ছবিটিকে সুপারহিট করে তুলেছে।
২. ভাগ মিলখা ভাগ
প্ল্যাটফর্ম: ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar)
ভারতীয় কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের জীবনীভিত্তিক এই সিনেমা ফারহানের অন্যতম সেরা কাজ। মিলখার চরিত্রে ঢুকতে তিনি শারীরিক এবং মানসিকভাবে যে কঠোর পরিশ্রম করেছেন, তা দর্শকদের মুগ্ধ করেছে। এই বায়োপিক কেবল একটি ক্রীড়া সিনেমা নয়, এটিতে মানুষের অদম্য মানসিকতাকেও তুলে ধরা হয়েছে।
৩. দিল ধড়কনে দো
প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)
এই পারিবারিক সিনেমাটি সম্পর্কের জটিলতা এবং মানবিক আবেগের উপর ভিত্তি করে তৈরি। ফারহান আখতারের চরিত্রটি সংযমী হলেও অত্যন্ত প্রভাবশালী। পুরো সিনেমাটি একটি পরিবার এবং তাঁদের ভ্রমণকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
৪. রক অন
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স, জি৫ (Netflix, ZEE5)
এই মিউজিক্যাল ড্রামাটি একটি রক ব্যান্ডের গল্প। ফারহান এই ছবিতে শুধু দুর্দান্ত অভিনয় করেছেন তা নয়, তিনি তাঁর গান দিয়ে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। বলিউডে মিউজিকাল ঘরানার সিনেমার ক্ষেত্রে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
৫. লক্ষ্য
প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স (Amazon Prime Video, Netflix)
একটি যুবকের লক্ষ্যহীন জীবন থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে এই ছবিতে। ফারহান আখতারের পরিচালনায় হৃত্বিক রোশনের অসাধারণ পারফরম্যান্স এই সিনেমাকে ক্লাসিকের মর্যাদা দিয়েছে। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি নিজের পরিচয় এবং লক্ষ্য খুঁজে পাওয়ার গল্প।
৬. তুফান
প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)
একজন বক্সারের চরিত্রে ফারহানের অভিনয় আজও মনে রেখেছে দর্শকরা। এই স্পোর্টস ড্রামাটি শুধুমাত্র ক্রীড়া নয়, একজন মানুষের আত্মপ্রত্যয়ের গল্প বলে। ছবিটি বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছিল।
৭. স্কাই ইজ পিঙ্ক
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স (Netflix)
ছবিটিতে একটি পরিবারের আবেগঘন গল্প যা জীবন, মৃত্যু এবং ভালবাসার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের অভিনয় ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে। এটি এমন একটি সিনেমা, যা আপনাকে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপলব্ধি করতে শেখাবে।