Latest News

ভিকি-ক্যাটের বিয়েতে তুমুল নাচ ফারহা-করণের, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরোঃ বিয়ের লগ্ন আসন্ন। রাত পোহালেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। রাজস্থানের বিলাসবহুল দুর্গ থেকে আভাসে ইঙ্গিতে ভেসে আসছে সেই রাজকীয় বিয়ের ঝলক। বুধবার সকাল সকাল সেখান থেকেই ভিডিও শেয়ার করলেন ফারহা খান আর করণ জোহর। বলিউডি ফিল্মি কায়দায় বিয়ের গানে কোমর দোলালেন তাঁরা।

ভিকি-ক্যাটের বিয়েতে নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহা খান আর করণ জোহর। ভিকির পক্ষ থেকে রয়েছেন করণ জোহর। ফারহা আছেন কনে পক্ষের তরফে। তাঁরা জুটিতে নেচেছেন বলিউডের খুব চেনা একটি গানে। কভি খুশি কভি গামের গানে ফারহা করণের এই নাচ যেন ভিকি-ক্যাটের বিয়েকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অনুরাগীরা আরও উতলা হয়ে পড়েছেন বলিউডের এই তারকা জুটির বিয়ে দেখতে। রইল সেই ভিডিও-

 

You might also like