শেষ আপডেট: 9th January 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের ৫১তম জন্মদিনে তাঁকে বিশেষ এক উপহার দিয়ে দিলেন তাঁর বোন, বিখ্যাত নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। ফারহানকে একটি নস্টালজিক ডায়লগ বই উপহার দিয়েছেন। যেখানে রয়েছে বলিউডের ক্লাসিক সিনেমা 'শোলে', 'শান' এবং 'ক্রান্তি'-র মত ছবির জনপ্রিয় সব সংলাপ।
ফারাহ খান ইনস্টাগ্রামে এই মিষ্টি মুহূর্তটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ফারহান একটি সোফায় বসে উপহারটি খুলছেন। খোলার সঙ্গে সঙ্গে বইটি দেখার পর তাঁর মুখে খুশির ঝলক দেখে মুগ্ধ নেটপাড়া। বইটিতে বলিউডের বেশ কিছু ঐতিহাসিক ছবির ডায়লগগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে।
View this post on Instagram
ফারাহ তাঁর পোস্টের ক্যাপশনে রসিকতার ছলে লেখেন, 'যার সবকিছু আছে, তাঁকে উপহার হিসেবে আর কি দেওয়া যায়?' এই পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেত্রী অদিতি রাও হায়দারিসহ অনেক তারকাই পোস্টটি লাইক করেছেন। অনুরাগীরাও পোস্টে প্রচুর কমেন্ট করে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
'দিল চাহতা হ্যায়' এবং 'ভাগ মিলখা ভাগ'-এর মতো ছবিতে পরিচালনা ও অভিনয়ের জন্য পরিচিত ফারহান শুধু একজন দক্ষ অভিনেতাই নন, বরং সিনেমার প্রতি তাঁর গভীর ভালবাসাও বারবার প্রকাশ পেয়েছে। এই বিশেষ উপহার তাঁর বলিউড প্রেমকে আরও একবার সামনে এনেছে।