Latest News

‘পাঠান’ দেখতে ভারতযাত্রা, বাংলাদেশের শাহরুখ-ভক্তের কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান (Shah Rukh Khan)। শুধু এই একটা নামের জন্যই পাগলের মতো সিনেমাহলে ‘পাঠান’ (Pathaan) দেখতে ছুটছেন দর্শকরা। দেশের সিংহভাগ সিনেমাহলে হাউসফুল শো হচ্ছে প্রায় প্রতিদিনই। চারবছর পর ‘বাদশা’র কামব্যাক নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে দেশে এবং বিদেশে, তা দেখে হতবাক হয়ে যাচ্ছেন তাবড় তাবড় সিনে বিশেষজ্ঞরাও। এবার সেই ‘পাঠান’ দেখার জন্য সপরিবারে বাংলাদেশ থেকে ভারতে (India) চলে এলেন এক শাহরুখ-ভক্ত (Bangladesh Fans)।

জানা গেছে, বর্তমানে ঢাকার বাসিন্দা ফিরোজ আহমেদ আদতে ভারতীয়। বরাবরই শাহরুখ-ভক্ত। বেশ কিছু নিয়মের জাঁতাকলে ‘পাঠান’ বাংলাদেশের সিনেমাহলে মুক্তি পায়নি। কিন্তু এই ছবি নিয়ে বিশ্বজুড়ে এমন উন্মাদনা তৈরি হয়েছে যে, আর তর সয়নি ফিরোজ আহমেদের। স্ত্রী এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে শেষে ঢাকা থেকে চলে আসেন ত্রিপুরার আগরতলায়। সেখানে রূপসী সিনেমাহলে কোল্ডড্রিঙ্কস-পপকর্ন খেতে খেতে জমিয়ে উপভোগ করেন শাহরুখ খানের ‘পাঠান’। সমস্ত ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন ওই ভদ্রলোক।

যা নজর এড়ায়নি আগরতলার সেই সিনেমা হলের মালিক শতদীপ সাহারও। এরপর সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “এটা সত্যিই বড় ব্যাপার! ‘পাঠান’ দেখার জন্য অনুরাগীরা বাংলাদেশ থেকে ভারতেও চলে আসছে। আগরতলার রূপসী সিনেমাহলে এসে ছবি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।”

সেই টুইটের পাল্টা রিটুইট করেছেন ফিরোজ আহমেদ নামের ওই ভদ্রলোক। তিনি লেখেন, “আমার এই পোস্ট সকলকে দেখানোর জন্য তোমায় ধন্যবাদ। আমি আদতে ভারতীয়। তবে কাজের সূত্রে বর্তমানে পরিবার নিয়ে বাংলাদেশে থাকি। যেদিন বাংলাদেশ সরকার এখানে ‘পাঠান’ মুক্তি পাবে না বলে জানিয়েছিল, সেদিনই আমরা ভারতে গিয়ে সিনেমাটি দেখার পরিকল্পনা করে ফেলি। শাহরুখের প্রতি ভালবাসা দেখানোর এটাই সেরা উপায়। এবার ‘জওয়ান’-এর পালা।”

সপ্তাহের মাঝে ‘পাঠান’-এর টিকিটের দাম কমাচ্ছে যশ রাজ ফিল্মস! কোন চালে হবে কিস্তিমাত?

You might also like