Latest News

সুস্মিতা ফের সন্তান দত্তক নিলেন! দুই মেয়ের পরে এবার ছেলে, প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে-থা না (marriage) করেও সংসারী (family)। সুস্মিতা সেন (susmita sen) দুই মেয়ের মা (mother) ইতিমধ্যেই। এবার একটি পুত্রসন্তান (son) দত্তক (adoption) নিলেন তিনি। সম্প্রতি তিন সন্তানকে নিয়ে মিডিয়ার সামনে আসেন প্রাক্তন বিশ্বসুন্দরী (former miss universe)।উচ্ছ্বসিত তাঁর ভক্তরা (fans)।

নয়ের দশকের মিস ইউনিভার্স হওয়া থেকে আমাদের গর্বিত  করে  চলেছেন সুস্মিতা।  মাত্র ২৪ বছর বয়সে প্রথম কন্যাসন্তান রিনিকে দত্তক নেন তিনি। ২০১০ এ দত্তক নেন দ্বিতীয় মেয়ে আলিশাকে। এবার তিন নম্বর সন্তান। একটি ছেলে। বঙ্গতনয়ার জীবন সংক্রান্ত দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা হচ্ছে সোস্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তিন সন্তানকে নিয়ে আলোকচিত্রীদের সামনে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। নেটিজেনদের কেউ বলছেন, সুস্মিতাকে স্ট্যান্ডিং ওভেশন অর্থাত সকলের উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান দেখানো উচিত। কেউ বলেছেন, সুস্মিতা সবার অনুপ্রেরণা।

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

মিডিয়া রিপোর্টে প্রকাশ, সুস্মিতা পাপারাত্জিদের সামনে নতুন দত্তক নেওয়া বাচ্চাটিকে তৃতীয় সন্তান বলে পরিচয় করান। হলুদ টি শার্ট পরা বাচ্চাটিক মুখে লাল রঙা মাস্ক। সুস্মিতার পরনে লাল, কালো পোশাক।  মেয়েদের পরনে ট্রাকশ্যুট। এক সুখী সংসারের ছবি। যেখানে একাধারে বাবা-মা সুস্মিতা নিজেই।

সম্প্রতি সুস্মিতার নাম শিরোনামে এসেছিল। প্রেমিক রোহমান শওলের সঙ্গে ছাড়াছাড়ির খবর পোস্ট করেন তিনি। ইনস্টাগ্রামে দুজনের ছবি দিয়ে লেখেন, বন্ধু  হিসাবে শুরু  করেছিলাম। বন্ধুই রয়েছি। সম্পর্কের  ইতি ঘটেছে অনেকদিন আগেই। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে।  পোস্টের সঙ্গে “#nomorespeculations,” “#liveandletlive,” “#cherishedmemories,” “#gratitude,” “#love” and “#friendship” হ্যাশট্যাগ দেন আর্য-র অভিনেত্রী।

২০১৮ থেকে ডেট করছিলেন সুস্মিতা, রোহমান। সোস্যাল মিডিয়ায় দুজনের আলাপ  ক্রমশঃ গাঢ় হতে থাকে ধীরে ধীরে। শিল্পা শেট্টির দেওয়ালি পার্টিতে প্রথম সামনে আসেন দুজনে। তারপর নানা সময় তাঁরা পরস্পরের প্রতি ভালবাসার অনুভূতির কথা প্রকাশ্যে বলেছেন বহুবার।

 

 

You might also like