শেষ আপডেট: 4th November 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের ভক্তের সংখ্যা কত? হলফ করে বলা যায় কেউ বলতে পারবে না। তবে যারা অভিনেতার পাগল ফ্যানদের মধ্যে পড়েন তাদের তালিকায় প্রথম দিকে নাম থাকবে ঝাড়খণ্ডের এক ব্যক্তির। কারণ তিনি নিজের ব্যবসা বন্ধ করে দিয়ে ৯৫ দিন ধরে মুম্বইয়ে পড়ে রয়েছেন শুধুমাত্র বলিউড বাদশার সঙ্গে দেখা করতে চেয়ে।
নিজের গ্রামে কম্পিউটারের ব্যবসা রয়েছে তাঁর। কিন্তু গত ৯৫ দিন ধরে সেই ব্যবসার ঝাঁপ বন্ধ। শাহরুখভক্ত এই ব্যক্তি মুম্বইয়ের অভিনেতার প্রাসাদসম বাড়ি মন্নতের সামনে অপেক্ষা করে চলেছেন। একটাই ইচ্ছে, শাহরুখ খানের সঙ্গে দেখা করার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ব্যক্তি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত অভিনেতার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তিনি বাড়ি ফিরবেন না। এতে ব্যবসার ক্ষতি হলে হোক!
শাহরুখের এই ভক্তের কথায়, অভিনেতা তাঁর সঙ্গে নয়, তিনি অভিনেতার সঙ্গে দেখা করতে এসেছেন। তাই অপেক্ষা করতে কোনও সমস্যা নেই তাঁর। যতদিন হোক না কেন, তিনি অপেক্ষা করবেন এবং অভিনেতার সঙ্গে দেখা করেই বাড়ি ফিরবেন। এতকিছুর পর শাহরুখের সঙ্গে দেখা না হলে কী হবে, এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলেন, ''যেভাবেই হোক দেখা করেই যাব। নাহলে তো আমার সম্মান থাকবে না বাড়িতে।''
শনিবার ৫৯ তম জন্মদিন পালন করছেন শাহরুখ খান। শুক্রবার মধ্যরাতে ফি বছরের মতো নিজের বাড়ির সামনে ব্যালকনিতে এসে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। কালো গেঞ্জি, কালো চশমা পরে দেখা যায় 'কিং খান'কে। তবে শনিবার সকালে তাঁকে মন্নতের বাইরে দেখা যায়নি। কিন্তু তাঁর ভক্তরা প্রতিবারের মতো অপেক্ষা করে গেছেন। অনুমান, নিরাপত্তার কারণেই এবার দিনের বেলায় জনসমক্ষে আসেননি শাহরুখ খান।