শেষ আপডেট: 6th January 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি সঙ্গীতশিল্পী এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। আজ তার জন্মদিন। ৬ জানুয়ারি, ৪১ বছরে পা দিলেন এই বহুমুখী প্রতিভাধর শিল্পী। পাঞ্জাবের ছোট্ট এক গ্রাম থেকে শুরু হয়েছিল এক তরুণের স্বপ্নপূরণের গল্প। বাবা ছিলেন বাসচালক, আর্থিক সংকট ছিল নিত্যসঙ্গী। তবে মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি নিজের পথ তৈরি করেছেন। আজ সেই গায়কই আন্তর্জাতিক মঞ্চে পাঞ্জাবি সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন।
ছোটবেলায় গুরুদ্বারে গান গেয়ে সফর শুরু করেছিলেন দিলজিৎ। মাত্র ১৬ বছর বয়সে স্থানীয় অনুষ্ঠানগুলোতে গান গাওয়া শুরু, আর ১৮ বছর বয়সে প্রথম আয়। সেই সময় একটি জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে ৩ হাজার টাকা পেতেন। সেখান থেকে শুরু হয় তাঁর স্বপ্নপূরণের লড়াই।
২০০৪ সালে মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম 'ইশক উড়া অদা'। তবে তৃতীয় অ্যালবাম 'স্মাইল' তাঁকে পরিচিতি এনে দেয়। ‘নাচ দিয়া অলরান কুয়াইরাঁ’ আর ‘পগ্গান পোছভিয়ান ওয়ালে’-এর মতো গান সেই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। গানের জগতে সাফল্যের পর দিলজিৎ পা রাখেন অভিনয়ে।
২০১১ সালে তাঁর প্রথম ছবি 'দ্য লায়ন অফ পাঞ্জাব' বক্স অফিসে ব্যর্থ হলেও, ছবির একটি গান নজর কাড়ে দর্শকদের। এরপর 'উড়তা পাঞ্জাব', 'গুড নিউজ', 'অমর সিং চমকিলা-র মতো ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেন তিনি।
আজ দিলজিৎ শুধু পাঞ্জাবি গায়ক বা অভিনেতা নন, তিনি আন্তর্জাতিক তারকা। ক্যালিফোর্নিয়ার ‘কোচেলা’ উৎসবে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে বিশেষ অতিথি ছিলেন। ১৭২ কোটি টাকার সম্পত্তির মালিক দিলজিৎ দোসাঞ্জ, যিনি এক সময় তিন হাজার টাকা পারিশ্রমিক পেতেন, তিনি আজ একটি প্রাইভেট জেটের মালিক।
'অমর সিং চমকিলা' ছবিতে তাঁর পারিশ্রমিক ছিল ৪ কোটি টাকা। তাঁর গল্প প্রমাণ করে যে পরিশ্রম আর ধৈর্য্য কখনও বৃথা যায় না। পাঞ্জাবের ছোট্ট গ্রাম থেকে বিশ্ব মঞ্চে যাত্রার এই অনুপ্রেরণামূলক গল্পের নায়ক দিলজিৎ দোসাঞ্জ।