শেষ আপডেট: 8th January 2025 12:02
কাজ শুরু করেছিলেন পাঁচ বছর বয়সে। কাজ করেছেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীদের ছবিতে। কিন্ত সেই ঋত্বিকা সেন , বড় পর্দা থেকে দূরত্ব বজায় রেখেছেন খানিকটা। সম্প্রতি, ওয়েব সিরিজে কাজ করেছেন । আসছে নতুন ছবি 'মহরত'। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তবু টলিউডের নিয়ন আলোয় মোড়া রাতপার্টি থেকে তাঁর অবস্থান অনেকটাই দূরে। স্বেচ্ছা নির্বাসন। মিথ্যে রটনা। বনি সেনগুপ্ত। 'দ্য ওয়াল'-এর সামনে আনকাট ঋত্বিকা...
প্রথম কাজের সময়গুলো মনে পড়ে?
(হেসে) ও ইয়েস! আমার তখন পাঁচ বছর। শিশুশিল্পী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের অনেক টেলিফিল্মে কাজ করেছি। দু'টো ঝুঁটি বেঁধে সেটে আসতাম। আমায় মজা করে 'ঝুংটি' বলে ডাকতেন। এখনও তাই ডাকেন। আর পোলো (উজান গঙ্গোপাধ্যায়, অভিনেতা তথা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে) আমরা ছোটবেলায় ভাল বন্ধু ছিলাম। কত কাজ করেছি , একসঙ্গে। তবে দেখবেন, আমাকে কিন্তু শিশু শ্রমিক ভেবে ফেললে মুশকিল! (খিলখিলিয়ে হাসি)। নায়িকা হিসেবে ডেবিউ, ২০১২।
সে কী ২০১২! আপনার নিজেরও তো তখন ১২!
ধুস, তখন তো টিনএজারও নই। আমার ২০০০ সালে জন্ম। প্রথম ছবি 'আসছে বছর আবার হবে'। পরিচালক ছিলেন সুশান্ত দাস। তারপর পার্থসারথি জোয়ারদারের ‘মাসুম’। তারপর, সেই হিট ছবি 'বরবাদ'।
হিট ছবি ‘বরবাদ’-এর পরই আপনাকে এবং বনিকে নিয়ে চর্চার শুরু ..ঠিক বলছি তো?
বলতে পারেন, তবে আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না।
কিন্তু এটা মানবেন তো, সে সময়ে হাতে গোনা যা জুটি ছিল টলিউডে, তার মধ্য়ে আপনি এবং বনিকে মানুষ বেশ পছন্দ করেছিল! সেই জুটি ভেঙে গেল...
(বেশ খানিকটা থেমে) আমি বনির সঙ্গে ছবি করব না বলে ঠিক করেছি। বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে এই নিয়েও কথা বলেছি। তাঁরাও সহমত।
বন্ধুত্ব যা ছিল?
দেখুন, এই প্রথম কথাগুলো বলছি। বনির সঙ্গে কোনওদিনই কিন্তু গাঢ় বন্ধুত্ব ছিল না। কাজসূত্রে যা হয়ে থাকে, তাই।
কিন্তু তখন অন্য কথা শোনা গিয়েছিল...
কী?
এই যে, বনির প্রেমের সম্পর্কে আপনিই ছিলেন তৃতীয় ব্যক্তি...
(থামিয়ে দিয়ে) আমার সঙ্গে বনির প্রেম কোনওকালেই ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনও সাক্ষাৎকারে উল্টোপাল্টা বলব। কিন্তু অনেকে বলে। অতীতে বলেওছে। আমি দেখেছি। খারাপ লেগেছে। ভাল হল, যে আপনি প্রশ্ন করলেন। বহুদিন ধরে, মিথ্যে আমি দেখে আসছি। আগে কোনওদিন কিচ্ছু বলিনি। কিন্তু এবার বলতে হতো। দুটো জিনিস বলতে চাই, 'বনি কোনওদিন আমার প্রেমিক ছিল না। আমি আর ওর সঙ্গে কোনও দিন ছবি করব না।'
মেনে নিলাম আপনার ছিল না, বনির ছিল?
ওর? জানি না, জানতে চাইও না।
ঠিক আছে, তিক্ততার কথা থাক, অনেক দিন পর নতুন ছবি, তবে নায়ক নতুন! রিস্ক নিতে ভালবাসেন?
মীর আমার নায়ক। ও নতুন হলেও দেখলাম ভালই কাজ করছে। অন্যদিকে পরিচালক আতিউলদার কাছ থেকে গল্পটা শুনেও ভাল লাগল। তাই হ্যাঁ বললাম।
রাজ-সৃজিত-অপর্ণা সেনদের সঙ্গে কাজ করেছেন। তাঁদের থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলেন?
এখন যে সব বড় প্রযোজনা সংস্থা রয়েছে তারা সবাই আলাদা-আলাদাভাবে নিজের টিম বানিয়ে কাজ করেন।
আপনার টিম নেই? গডফাদার বা প্রেমিক?
(অনেকক্ষণ পর হাসলেন) গডফাদার আসলে কে? তাঁরা কী করেন? আমি জানি না। বহু পরিচালকের সঙ্গে কাজ করেছি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে, অভিনয় শিখেছি। সে সময় মিলেমিশে কাজ হতো, কাজটা ভাল হতো। এখন আলাদা আলাদা ভাবে নিজের টিম নিয়ে কাজ করছে। অনেকেই আমায় জিজ্ঞাসা করে জানেন, ‘বড় কাজ কেন করছো না?’ বড় কাজ মানে কী? শ্রী ভেঙ্কটেশ ফিল্মের কাজ বা রাজদার কাজ? তাঁরা নিজেদের মতো কাজ করেছে, আর আমি, আমার মতো। তাঁদের আমি এটাই বলি।
সেই গল্পে ঋত্বিকার কথা ভাবা হয় না কেন?
সবাই আমাকে চেনে, আমিও সবাইকে চিনি। আমারও নিজে থেকে ওঁদের বলতে কেমন একটা লাগে। সব সময় 'আমাকে নাও, আমাকে নাও' বলব?
টলিউড পার্টিতে যান না কেন? পিআরের দরকার নেই?
মনে আছে আরশিনগরের পর রিনা ম্যাম (অপর্ণা সেন)একদিন ডাকেন। আলুসেদ্ধ মাখছিলেন। বললেন, 'ঋত্বিকা, সব জায়গায় অ্যাভেলবল হলেই, পিআর হয় না।" একই কথা বলেছিলেন বুম্বাদাও। ওগুলো খুব মনে রাখি। আর সেই কারণেই যতটা পারি পার্টি থেকে নিজেকে দূরে রাখি।
আচ্ছা, প্রেম করছেন?
বলব?
বলুন না?
(লাজুক হেসে) করছি। নাম বলব না। এই পেশার সঙ্গে যুক্ত নয়। তা-ই বেঁচে গিয়েছি। আমরা দু'জনে খুব ভাল আছি। শান্তিতে আছি। তবে, প্রেমিকা হিসেবে আমি এমনিতে একটু ডিম্যান্ডিং।
যেমন?
যেমন ভাল দেখতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। শুধু আমাকে অনেকটা ভালবাসতে হবে। অনেকটা...আমায় সেই কমফোর্টটা দিতে হবে।