শেষ আপডেট: 28th January 2025 21:46
বিহঙ্গী বিশ্বাস
ব্যস্ত দিনের রোদেলা দুপুর। দক্ষিণ কলকাতার ক্যাফেতে হাজির হলেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। হাতে সময় নেই একদম। ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁদের আগামী ছবি 'অমর সঙ্গী'। তারই প্রচারে নাওয়া-খাওয়া ভুলেছেন ওঁরা দু'জন। তবু মুখে-চোখে বিরক্তি নেই। বিক্রমের বাড়ির পরিচারিকা অসুস্থ। সাক্ষাৎকারের মাঝেই সোহিনীকে আবদার তাঁর, 'বাড়িতে গিয়ে একটু রান্না করে দে না রে'। ওদিকে সোহিনীও কি কম যান! মুখের উপর জবাব, 'ভীষণ খাটায়'।
রইল সেই ভিডিও
টিফিন বক্স নিয়েই ঘোরেন সোহিনী। সারাদিন কিছু খাওয়া হয়নি। ভাববেন না, নায়িকা বলে চলে ডায়েট! বক্স খুলতেই বের হল সেদ্ধ ডিম। তা কোনওমতে খেয়েই আমার সেই টোল পড়া গজদাঁত হাসি।
কিছু দিন আগেই এই অমরসঙ্গীরই পোস্টার ছেঁড়া হয়েছিল। রাগ, দুঃখ নাকি অভিমান? সহাস্য সোহিনীর, 'কী আর বলি, 'ইন্ডাস্ট্রিতে সবসময় ওই ধরনের ভূত ছিল'। যোগ দিলেন বিক্রমও। বললেন, 'ওদের ভাল হোক। আর তো পয়সা নেই যে নতুন পোস্টার লাগাব। ভাল লেগেছে। তাই ছিঁড়েছে। স্যালাড, ব্ল্যাক কফিতেই জমল আড্ডা।