শেষ আপডেট: 5th March 2025 13:03
মহাশিবরাত্রির পরের দিন। বাইপাসলাগোয়া পাঁচতারা রেস্তোরাঁয় যখন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা যখন পৌঁছলেন, তখন তাঁর মুখে মাস্ক। স্কুটি পার্ক করে এগিয়ে এলেন। মুখের মাস্ক খুলে বললেন, ‘আমি লোকনাথ, লোকা’ (Loknath Dey, Loknath Dey Loka)। অভিনেতার সঙ্গে কাজ করেছেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই মানুষটির প্রশংসায় পঞ্চমুখ। পরিচালক থেকে সহঅভিনেতাদের বক্তব্য প্রায় এক—‘লোকনাথ দে, লম্বা রেসের ঘোড়া’। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত প্রশংসা, শুভেচ্ছা কিংবা ভালবাসায় অনেক সময়ে ভাসিয়ে দিয়েছে বহু অভিনেতাকে। তবে লোকনাথ দে বললেন, স্টারডমের সেই আঁচ এখনও পর্যন্ত গায়ে লাগেনি। পার্কিং লটে সাময়িক আলাপচারিতার পর, সেই আড্ডা আরও বড় মাপে স্থানান্তরিত হল রেস্তোরাঁর ‘দ্য রয়্যাল টেরেস’-এ।
লোকনাথের (Loknath Dey, Loknath Dey Loka) সময়ানুবর্তিতা প্রশংসনীয়। নির্ধারিত সময় ছিল বিকেল ৩টে। তিনটের অনেক আগেই পৌঁছন অভিনেতা। সাক্ষাৎকারে অভিনেতার ‘পাংচুয়ালিটি’ প্রসঙ্গ উঠে আসে। অনেক সময় অভিযোগ ওঠে, অভিনেতারা নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে ঢোকেন না। লোকনাথ খানিক হেসে বলেন, ‘আমাদের মঞ্চে থার্ড বেলের সময় ওঠা অভ্যেস। তাই ওই থিয়েটার থেকেই আমার মধ্যে শৃঙ্খলাবোধের জন্ম। তাই ওটার থেকে বেরোতে পারিনি। মাঝে কোথাও আটকে যাব, সেলফি তুলব। সেটা চাইনি।’ মুখের মাস্কটিও কি সেই কারণে? হেসে জবাব দিলেন, ‘না, তা ঠিক নয়, সেলফিটেলফি তুলতে ভালই লাগে, আমার মতো কুরূপ লোকের সঙ্গে সেলফি তুললে ভালই লাগে! খারাপ লাগে না। কিন্তু যখন কাজে যাই, তখন একটু অসুবিধে হয়।’
ওটিটিতে পরিচিত মুখ লোকনাথ দে। একাধিক সিরিজে আজ তাঁর অভিনয় নিয়ে প্রশংসা আসে ভুঁড়িভুঁড়ি। প্রশংসা পেতে ভালই লাগে তাঁর, বললেন, ‘প্রশংসা পেতে ভালই লাগে। থিয়েটার যখন করা শুরু করি, সেই সময় থেকেই প্রশংসা পেয়ে চলেছি। এখন একটা মাস লেভেলে হয়ে গিয়েছে। সেটা অন্যরকম, ট্যাক্সিতে যাচ্ছি, চালক পিছনে ফিরে কথা বলছেন। ট্রেনচালকও চিনতে পেরে, প্রশংসা করেছেন। আসলে আমার জীবনে চাহিদা বেশি কিছু নয়। অভিনয় করব এটাই একমাত্র চাহিদা, আমি আসলে হাঁটতে চাই, আমার দৌড়তেও ইচ্ছে করে না, উঠতেও ইচ্ছে করে না। শুধু হাঁটতে চাই।’
চলতি বছরে একেবারে প্যাক্ড আপ শুটিং (Loknath Dey, Loknath Dey Loka)। ধ্রব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’-এ অভিনয় করছেন লোকনাথ। ‘আমার বস’ ছবিতে ছোট অথচ বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও দুটো ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যা এ বছরই রিলিজ করতে চলেছে। সিনেমা-সিরিজে অভিনয় করলেও, মঞ্চ ছাড়েননি অভিনেতা। ১লা এপ্রিল থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নাট ‘সিজার’এও দেখা যাবে লোকনাথকে।