শেষ আপডেট: 5th February 2025 12:34
বিদেশে প্রেম করছেন শ্রাবন্তী-জিতু। গত বছর এমন খবরে বেশ শোরগোল পড়ে যায়। পরে জানা যায়, গোটাটাই ছিল নতুন ছবির প্রমোশন স্টান্ট। যে ছবি নিয়ে এই হৈহৈ কান্ড, তার নাম ‘বাবু সোনা’। অভিনয়ে জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (srabanti chatterjee)। পরিচালনায় অংশুমান প্রত্যুষ। ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেতে চলেছে ছবি। বহুদিন পর এমন দমফাটানো রমকম ছবি দেখতে পাবে বাঙালি দর্শক। গল্পে বাবু (জিতু) আর সোনা (শ্রাবন্তী) দু’জন লন্ডনে থাকে। সেখানেই তারা একটি শিশু, কিডন্যাপ করে । আর এই ঘটনার জেরেই আলাপ হয় বাবু এবং সোনার। গল্প বাঁক নেয় এখান থেকেই । রমরম হলেও ছবিতে রয়েছে অ্যাকশন দৃশ্যও।
ছবির দুটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। মঙ্গলবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘বাবু সোনা’র ট্রেলর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকাও। একাধিক সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটরদের বাইট-বুম পেরিয়ে দ্য ওয়াল শেষমেশ পৌঁছতে পারল তাঁর কাছে। প্রশ্ন ছিল বাবুসোনা নামটাই বড় আদরের, শ্রাবন্তীকে এই নাম দিতে হলে, কাকে দিতেন? এক গাল হেসে শ্রাবন্তী বললেন, ‘এখন তো জিতুকেই ডাকব’, বলেই ফের হালকা হাসি নায়িকার ঠোঁটে। ছবির প্রেক্ষাপটে রয়েছে এক অপহরণের ঘটনাও। কিডন্যাপের ঘটনাই মিলিয়ে দেয় বাবু এবং সোনাকে। পরিচালক মজার সব কোশেন্ট রেখেই সিনেমার দৃশ্যগুলো বুনেছেন পরিচালক অংশুমান। শ্রাবন্তীর (srabanti chatterjee) কাছে প্রশ্ন ছিল, সত্যিই যদি ইন্ডাস্ট্রি থেকে কোনও ব্যক্তিকে অপহরণ করার সুযোগ থাকত, কাকে করবেন শ্রাবন্তী? সংযোগ করা হল, অপর্ণা সেনের নামও। (অপর্ণা সেন পরিচালিত ‘গয়নার বাক্স’তে অভিনয় করেন শ্রাবন্তী, অভিনয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী) শুনেই বললেন, ‘আমি ভাবতেও পারি না, স্বপ্নেও ভাবতে পারি না, অপর্ণা সেনকে কিডন্যাপ করব!’ একটু ভেবে বললেন, ‘যদি কিডন্যাপ করতেই হয়, তাহলে হয়তো জিতদাকে করতে পারি!’ বলেই হেসে ফেললেন শ্রাবন্তী।
‘বাবু সোনা’র প্রযোজনায় রয়েছে এসকে মুভিজ। জিতু-শ্রাবন্তী ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য, সাগ্নিক চট্টোপাধ্যায়কে।
অন্যদিকে, বলিউডে যেখানে পুরনো হিট এবং ব্লকবাস্টার সিনেমাগুলিকে মাঝে মধ্যেই বড় পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে, ঠিক সেই ধারাতেই এবার বাংলায় ফিরে আসছে জনপ্রিয় সিনেমা 'শুধু তোমারই জন্য'। SVF এর পক্ষ থেকে সুখবরটি দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে, প্রেমের মাস শুরু হয়েছে এবং কদিন পরেই প্রেমের সপ্তাহ। সেই উপলক্ষে, ৭ ফেব্রুয়ারি থেকে বড় পর্দায় আবারও ফের আসতে চলেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (srabanti chatterjee) অভিনীত রোম্যান্টিক ছবি 'শুধু তোমারই জন্য'।