শেষ আপডেট: 14th October 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনে অভিনয় করে বলিউডে পা রেখেছেন মাত্র ১৩ বছর বয়সে। তখন থেকেই স্বপ্ন নিজেকে বড় পর্দায় দেখবেন। কথা হচ্ছে আয়েশা টাকিয়ার। নায়িকা হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। কয়েকটি বিজ্ঞাপন এবং মিউজ়িক ভিডিওতে মুখ দেখানোর পর ১৮ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। তারপরে বেশিদিন তাঁকে বলিউডে দেখতে পাওয়া যায়নি। মাত্র ৭ বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান।
কারণটা কী? আয়েশার বলিউড টিকে থাকতে না পারার মধ্যে রয়েছে একাধিক কারণ। বলিপাড়ায় কান পাতলেই তা শুনতে পাওয়া যায়। বেশ কয়েকটি কারণের মধ্যে একটি হল তাঁর বিয়ে।
মাত্র ২৩ বছর বয়সে প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। বলিপাড়ার অনেকেই মনে করেন, তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ায় সংসারে মেতে ওঠেন তিনি। ফলে অভিনয়ের উপর থেকে ধীরে ধীরে সরতে থাকে মন। তাই হয়তো কেরিয়ারের উপর থেকে মন উঠে যায় তাঁর।
তাঁর বলিউড ছাড়ার পিছনে আরও একটি জল্পনা রয়েছে। তা হল তাঁর শারীরিক গঠন পরিবর্তন। অনেক পরিচালক শুধু তাঁর ‘আকর্ষণীয়’ চেহারার কারণেই তাঁকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতেন। প্রস্তাব আসত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়েরও। তিনি জানাতেন, কোনও রকম ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন না। পরবেন না খুব ছোট পোশাকও।
তাই পরের দিকে আর কোনও চরিত্রে তাঁকে নেওয়া হত না বলেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। অনেকে আবার আয়েশার প্লাস্টিক সার্জারিকেও দায়ী করেছেন। বলিপাড়ায় এমন রটনাও রয়েছে যে, আয়েশা প্লাস্টিক সার্জারি করার পরে নাকি পরিচালক এবং প্রযোজকরা তার সঙ্গে কাজ করতে রাজি হতেন না। তবে তিনি কখনওই এমনটা নিজে মুখে স্বীকার করেননি।
এর পর ধীরে ধীরে আয়েশার কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়। একাধিক সাক্ষাৎকারে আয়েশা বলেছেন, 'ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত আমার ছিল। আমি কখনওই এটা থেকে সরতে পারিনি। আর তাতেই আমাকে কোনও সিনেমায় নেওয়া হয়নি।'