Latest News

এই এভারগ্রিন সিনেমাগুলি দেখলে আপনার বেড়াতে যেতে ইচ্ছে করবেই

দ্য ওয়াল ব্যুরো: বছরের পর বছর ধরে বহু সিনেমা দর্শকদের মনোরঞ্জন করে আসছে। আউটডোর শ্যুটিংয়ের দৃশ্য মন ভরিয়ে দেয় দর্শকদের। অনেকের মনে আবার বেড়ানোর ইচ্ছেও প্রবল হয়ে ওঠে সিনেমা দৃশ্য দেখে। পাহাড়, ঝরনা, বরফ থেকে দেশ বিদেশের নানা জায়গার হদিশ পাওয়া যায়। বলিউড টলিউড মিলিয়ে এরকম বহু এভারগ্রিন সিনেমা রয়েছে, যেগুলো ভ্রমণপিয়াসী মানুষদের বেড়ানোর বাসনাকে প্রবল করে তোলে। এরকমই কিছু সিনেমার তালিকা রইল, যা হতে পারে আপনার ট্যুর গাইড।

‘সোনার কেল্লা’ 

প্রথমেই আসা যাক, বাংলা ট্রাভেল-সিনেমার প্রসঙ্গে। অবশ্যই তালিকার একেবারে প্রথমেই থাকবে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র নাম। পর্দায় ফেলুদাকে দেখার প্রশ্ন উঠলে অধিকাংশের যা প্রথম পছন্দ। জনপ্রিয়তার কারণ হিসেবে রহস্যের ঠাসবুনোট, ফেলুদার মগজাস্ত্র বা লালমোহনবাবুর বেমক্কা রসিকতা যতটা কাজ করেছে, আবার পর্দায় রাজস্থান ভ্রমণের আনন্দ তার চেয়ে কম তো কাজ করেনি। উটের পিঠে ফেলুদার ‘চলিয়ে জি রামদেওরা’ যেন বেশি করে হয়ে উঠেছে, প্রতিটা বাঙালিরই সংলাপ। তাই বাঙালির রাজস্থান বেড়ানোর ইচ্ছেকে যে ‘সোনার কেল্লা’ প্রশ্রয় দেয়, সে কথা বলাই যায়।

‘নির্জন সৈকতে’ 

সমরেশ বসুর কাহিনি অবলম্বনে তৈরি ‘নির্জন সৈকতে’, এই সিনেমার কেন্দ্রে পাঁচ নারী এবং এক পুরুষ। গন্তব্য পুরী। সমুদ্রের প্রতি উচ্ছ্বাস, ভালবাসা যাঁদের আছে তাঁদেরকে এই সিনেমা আরও বেশি সমুদ্রের দিকে টানে। তবে এখনকার ভিড়ঠাসা পুরী নয়, গরুর গাড়ি-চলা পুরীকে দেখানো হয়েছে। যদিও সমুদ্র তার একই রূপ নিয়ে বিরাজমান, তাই এই সিনেমা যে সমুদ্র দর্শনের লোভ জাগায় সে কথা বলাই যায়।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

সিনেমাপ্রেমী মানুষের কাছে এই সিনেমাটা মাইলস্টোনের মতো। কাজল আর শাহরুখের হিট জুটি যেমন রোমান্সের একটা নতুন চ্যাপ্টার খুলে দিয়েছে ফ্যানেদের কাছে, তেমনই বরফের চাদরে মোড়া সুইজারল্যান্ডে তাঁদের সিনেমার দৃশ্য মন কেড়েছে বহু মানুষের। অনেকেই এই সিনেমা দেখার পরে নিজেদের হানিমুন ডেস্টিনেশন হিসেবেও বেছে নিয়েছেন সুইজারল্যান্ডকে।

‘কুইন’ 

একটি মেয়ের একা একা বিদেশ বেড়ানোর অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে এখানে। ‘কুইন’ যে সিনেমাজগতে ল্যান্ডমার্ক তা বলা যায়, যে সব মেয়ে একা একা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, এই সিনেমা তাঁদের সম্মান জানিয়েছে। ‘কুইন’-এর রানি যে প্যারিস আর আমস্টারডামে একা ঘুরেছেন! এই সিনেমা অনেক মেয়েকে উৎসাহিত করেছে সোলো ট্রিপে যাওয়ার জন্য।

‘অরণ্যের দিনরাত্রি’, ‘চলো লেটস গো’, ‘ছ-এ ছুটি’, ‘বাই বাই ব্যাংকক’, ‘খাদ’, ‘ক্রস কানেকশন’-এর মতো ছবিতেও বেড়ানোর জায়গাগুলোকে হাইলাইট করা হয়েছে। যা দেখে দর্শকদেরও বেড়ানোর প্রতি আগ্রহ আরও তীব্র হয়।

বাংলা, হিন্দি মিলিয়ে বহু সিনেমা রয়েছে যেগুলো দেখার পরে দর্শকরা চেয়েছেন সেই জায়গাগুলোতে ঘুরতে যেতে। যেমন হিন্দি সিনেমা ‘যব ইউ মেট’ দেখার পরে মানালি, কোটার মতো জায়গাতে বেড়ানোর ঝোঁক বেড়েছে। আবার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমা দেখে অনেকেই কাশ্মীরের গুলমার্গ, শ্রীনগরে বেড়াতে যান। এই সিনেমাতেই রাজস্থানের দুর্গগুলোকেও দেখানো হয়েছে, যা দেখে রাজস্থানেও বেড়াতে যেতে চেয়েছেন অনেকেই।

You might also like