শেষ আপডেট: 6th January 2025 11:09
শনিবার দুপুর-দুপুর। মধ্য কলকাতার ক্যালকাটা ক্লাবে প্রকাশিত হল নতুন বছরের ক্যালেন্ডার। ক্যালেন্ডারে প্রতি মাসের পাতায় দেখা যাবে তাঁরা প্রত্যেকেই নারী। কেউ ছাত্রী আবার কেউ উদ্যোক্তা আবার কেউ ব্যবসায়ী। প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই ১২ জন নারীকে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। প্রত্যেক ক্যালেন্ডার গার্ল অভিষেকের সাজসজ্জায় ছিল ভিন্ন এবং অসাধারণ। ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর হাতেই ক্যালেন্ডারের প্রথম পাতা উল্টে গেল।
ক্যালেন্ডার গার্লদের বলা হয়, মিস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডিফাইন করতে হবে শুধুমাত্র এক শব্দে। কেউ বললেন, গডফাদার, কেউ বললেন, মহানায়ক।
এতগুলো বছর পরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য মহিলাকূলের উন্মাদনা একই! এর কারণ কী? সরাসরি প্রশ্ন করা হল ‘দ্য ইন্ডাস্ট্রি’-কে। প্রশ্ন শুনে খানিক হাসলেন, তারপর বললেন, ‘আমি এখনও এর কারণ জানি না, হয়তো আমার কাজের ধরণ। আমি শুধু অভিনয়ে মন দিয়েছি, এটাও হতে পারে। এরা যাঁরা বলেছেন, আমাকে এত কিছু তাঁরা বহু বছর ধরে আমায় চেনেন। ওঁদের অনেক ছোট দেখেছি। আমার সিনেমা দেখেই বড় হয়ে উঠেছে, এবং এখন তাঁদের মেয়েরাও আমার ছবি দেখছে। তাঁদের সন্তানরাও আমায় কাকাবাবু হিসেবে দেখবে।’
সম্প্রতি পার্কস্ট্রিটের ফ্লুরিজে গিয়েছিলেন প্রসেনজিৎ, দোকানে তাঁকে দেখে ছুটে আসে, কচিকাঁচাদের দল। প্রসেনজিৎকে প্রশ্ন করেন, ‘কাকাবাবুর ক্রাচটা কোথায়?’ টুকরো স্মৃতি ভাগ করলেন ‘দ্য ওয়াল’-এর সঙ্গে। বললেন, ‘ভালবাসা আর আন্তরিকতা আমাদের মধ্যে জিইয়ে রাখতে হবে। এটাই বোঝধ হয় আমাদের শক্তি। এই কারণেই আমি কম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেশি বুম্বা কিংবা বুম্বাদা।’
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে, ছবিটি অগাস্টে রিলিজ করতে চলেছে।’