
নীল মনোকিনিতে ৭৫-এও লাস্যময়ী তনুজা, মেয়ে তানিশার জন্মদিনে নজর কাড়লেন একাই
মা এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে জন্মদিন পালন করেছেন তানিশা। সুইমিং পুলে জলকেলি থেকে শুরু করে সবাই মিলে কেক কাটা—-ইনস্টাগ্রামে বার্থ ডে সেলিব্রেশনের সব মুহূর্তই শেয়ার করেছেন তানিশা। সোমবার ছিল তাঁর জন্মদিন। তবে এদিনের পার্টিতে কাজলকে অবশ্য দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রামে তানিশার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন কাজল। আর এই ‘থ্রো ব্যাক’ ছবির ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন মিষ্টি পেয়ে। গোটা পৃথিবীটা তোমায় দিলাম।”
মা এবং দিদির মতো বলিউডে ভিত পাকা না হলেও সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ট্রেন্ডিং থাকেন তানিশা। কখনও ‘বিগ বস’-এর ঘরের গল্প, কখনও বা নিজের খোলামেলা পোশাক, হামেশাই আলোচনায় থাকেন তিনি। এবার নেট দুনিয়ায় ভাইরাল তাঁর জন্মদিনের ছবি।