
ঐশ্বর্যর পারফরম্যান্সে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন সুশান্ত, একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বড়পর্দাতেও
২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ঐশ্বর্য রাইয়ের একটি ড্যান্স পারফরম্যান্স ছিল। সেখানেই প্রাক্তন মিস ওয়ার্ল্ডের পারফরম্যান্সের ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের মধ্যে একজন ছিলেন সুশান্ত। মূলত ২০১০ সালে দিল্লিতে আয়োজিত কমনওয়েলথ গেমসের জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণও জানানো হয় মেলবোর্নের ওই অনুষ্ঠান থেকে। সেবছর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে মেলবোর্নে হাজির ছিলেন ঐশ্বর্য এবং সুশান্তরা।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে সুশান্তের শেষ শ্রদ্ধা জানিয়েছেন ঐশ্বর্য। তিনি লিখেছেন, “ভাল থেকো সুশান্ত। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমার পরিবার এবং প্রিয়জনদের ঈশ্বর শক্তি দিন এই প্রার্থনা রইল।” এরপর থেকে ঐশ্বর্যর সঙ্গে সুশান্তের ওই পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নাচের প্রতি যে অভিনেতার প্যাশন রয়েছে একথা সুশান্তকে বলতে শোনা গিয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে। ‘ঝলক দিখলা যা’ কিংবা ‘জারা নাচকে দিখা’-র মত জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন সুশান্ত। টেলিভিশন এবং বড়পর্দার বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেও সুশান্ত সিং রাজপুতের অভিনয় দর্শকদের মন জয় করেছে বারবার। নিজের ছবিতেও ড্যান্স মুভস দেখিয়ে অভিনেতা বুঝিয়েছিলেন যে নাচটা তিনি ভালই পারেন।
একবার এক সাক্ষাৎকারে সুশান্তকে বলতে শোনা যায় যে শমক দাভারের গ্রুপে নাচ করার সময় কলেজে পড়তেন তিনি। দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় ঐশ্বর্য রাইয়ের সঙ্গে স্টেজ শেয়ারের সুযোগ পেয়েছিলেন তিনি। রাতারাতি হয়ে উঠেছিলেন কলেজের স্টার। হৃতিক রোশন এবং ঐশ্বর্যর ছবি ‘ধুম-২’-তেও ‘ধুম এগেইন’ গানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে দেখা গিয়েছিল সুশান্তকে। একটি রিয়েলিটি শোতে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে স্টেজ শেয়ার নিয়ে মজার অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন অভিনেতা। বলেছিলেন নাচের স্টেপস অনুযায়ী ঐশ্বর্যকে একবার লিফট করে অর্থাৎ উপরে তুলে নামানোর কথা ছিল তাঁর। তবে উত্তেজনায় প্রাক্তন বিশ্ব সুন্দরীকে লিফট তো করেছিলেন, তবে মিনিট খানেক পার হলেও নামাতে ভুলে গেছিলেন তিনি। অবাক হয়ে গিয়েছিলেন ঐশ্বর্যও।