Latest News

জঙ্গি হামলা থেকে মুম্বইকে বাঁচাতে আসছে ‘সূর্যবংশী’, জমাটি অ্যাকশনে ভরপুর রোহিতের নতুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: ভয়ানক জঙ্গি হামলা হতে চলেছে মুম্বই শহরে। বাণিজ্য নগরীকে নিরাপদে রাখার দায়িত্বভার পড়েছে অক্ষয় কুমারের কাঁধে। নিজের টিমের সাহায্যে লস্করের স্লিপার সেলকে খুঁজে বের করার জন্য মরিয়া অ্যান্টি টেরর স্কোয়াডের দক্ষ অফিসার অক্ষয়। কীভাবে একের পর এক খতরনাক জঙ্গিকে নিকেষ করবেন অক্ষয় এবং তাঁর টিম তাই নিয়েই সিংহম সিরিজের তৃতীয় ছবি ‘সূর্যবংশী’। রিলিজ হয়েছে ছবির ট্রেলর।

পরিচালক যখন রোহিত শেট্টি তখন অ্যাকশন যে ভরপুর থাকবে সিনেমায় সে নিয়ে সন্দেহ নেই। তবে অন্যান্য বারের ছবির তুলনায় নতুন ছবিতে অ্যাকশন সিকোয়েন্স খানিকটা বেশিই রয়েছে। অক্ষয় ছাড়াও পর্দায় থাকবেন সিংহম অজয় দেবগণ এবং সিম্বা রণবীর সিং। সিরিজের নয়া ছবিতে বদল এসেছে নায়িকার চরিত্রেও। ‘সূর্যবংশী’-তে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ। পর্দায় এর আগেও অক্ষয়-ক্যাটরিনার রোম্যান্স দেখেছেন দর্শকরা। ফের একবার দুই তারকাকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রোহিতের ছবিতে।

ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে ‘সূর্যবংশী’-র ট্রেলর। দর্শকমহলের কথায়, “এত দীর্ঘ ট্রেলর, তাও কী টানটান। সারাক্ষণ মনে হচ্ছে কী হয় কী হয়। চোখ ফেরানো যায়নি।” প্রায় সাড়ে চার মিনিটের এই ট্রেলরে মুগ্ধ করেছেন সব অভিনেতাই। তবে রোহিতের নতুন ছবির চমক রয়েছে ভিলেনের চরিত্রে। জ্যাকি শ্রফকে দেখা যাবে এক জঙ্গির ভূমিকায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাভেদ জাফরি এবং গুলশন গ্রোভার।

গোলা-বারুদে ভরপুর অ্যাকসিন সিন, চোখ ধাঁধানো মারপিটের স্টান্ট—-সব নিয়ে আগামী ২৪ মার্চ বড় পর্দায় রিলিজ হতে চলেছে ‘সূর্যবংশী’। প্রতিবারের মতোই এবারও রোহিতের ছবি বক্স অফিসে জমিয়ে ব্যবসা করবে বলেই মত ফিল্ম ক্রিটিকদের। কত জলদি রোহিত শেট্টির নতুন ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে তাই নিয়ে এখন বাজি ধরছেন অজয়-রণবীর-অক্ষয়ের ভক্তরা। ট্রেলরের অ্যাকশনে সিকোয়েন্সেই মাত করেছেন পরিচালক। বিগ স্ক্রিনে ‘সূর্যবংশী’ আর কী কী খেলা দেখায় এখন সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের।

You might also like