শেষ আপডেট: 12th May 2020 09:00
লকডাউনে 'জেঠু' হওয়ার খবর, রাজ-শুভশ্রীকে শুভেচ্ছায় রুদ্র-রসিকতা
দ্য ওয়াল ব্যুরো: ‘জেঠু’ হতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। লকডাউনের মধ্যেই পেয়েছেন সুখবর। কিন্তু কখন-কীভাবে সব হল ধরতেই পারেননি অভিনেতা। আর সেসব বোঝাতেই বরাবরের মতো নিজের হাস্যরসেরই পরিচয় দিলেন রুদ্র।
আরও পড়ুন- মা হতে চলেছেন শুভশ্রী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর সকালে বললেন, ‘আমরা গর্ভবতী’
মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গতকাল দ্বিতীয় বিবাহবার্ষিকীর সকালেই সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন ‘উই আর প্রেগনেন্ট’। রাজ চক্রবর্তীও জানিয়েছেন, এ বছরেই আসতে চলেছে তাঁদের সন্তান। সুখবর প্রকাশ্যে আসতেই রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছে টলিপাড়া। তবে রাজ-শুভশ্রীর এমন খুশির দিনে তারকা-দম্পতির ঘনিষ্ঠ বন্ধু রুদ্রনীলের তরফে শুভেচ্ছা বার্তা এল একদম অন্যভাবে। রাজ চক্রবর্তী বাবা হওয়ার পাশাপাশি রুদ্রও যে এবার ‘জেঠু’ হতে চলেছেন। এমন খুশির খবরে রুদ্রনীলের তরফে একটা কমিক পাঞ্চ থাকবে না তা কী করে হয়।