Latest News

আসছে ‘গোলমাল ফাইভ’, দর্শকদের পেটে খিল ধরাতে তৈরি রোহিত-অজয় জুটি

দ্য ওয়াল ব্যুরো: বলিউড পরিচালকদের মধ্যে বক্স অফিসে সাফল্যের দিক থেকে একেবারে সামনের সারিতে রয়েছেন রোহিত শেট্টি। নয় নয় করে বেশ অনেক ছবিই পরিচালনা করেছেন রোহিত। এমনকি দীর্ঘদিন পর তাঁর ছবিতেই ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বিটাউনের মোস্ট রোম্যান্টিক জুটি শাহরুখ খান এবং কাজল।

তবে বলিউড রোহিতকে চিনেছে তাঁর ‘গোলমাল’ সিরিজের জন্য। অমল পালেকর আর উৎপল দত্তর গোলমাল যাঁরা দেখেছেন তাঁরা জানেন ‘গোলমাল’ শব্দটার সঙ্গেই জড়িয়ে রয়েছে দমফাটা হাসির মুহূর্ত। তাই সেই ছবির নামে নতুন সিনেমা হওয়ায় ২০০৬ সালে অসন্তুষ্ট হয়েছিলেন অনেকেই।

তবে রোহিতের ‘গোলমাল’ সিরিজের প্রথম ছবি ‘গোলমাল-ফান আনলিমিডেট’ দেখার পর মুখে হাসি ফুটেছিল প্রায় সকলেরই। শুধু তাই নয়, সিনেমার সিক্যুয়েল যত এগিয়েছে হাসতে হাসতে পেটে খিল ধরেছে দর্শকদের। অজয় দেবগণ, শরমন যোশী, আরশাদ ওয়ারসি, শ্রেয়স তালপাড়ে ছাড়াও ‘গোলমাল’ সিরিজে বারবার নজর কেড়েছেন তুষার কাপুর।

এবার আসতে চলেছে ‘গোলমাল ফাইভ’। পরিচালক রোহিত শেট্টি জানিয়েছেন নতুন সিক্যুয়েলেও থাকছেন অজয় দেবগণ। তবে আপাতত প্রযোজনার কাজে ভীষণ ভাবে ব্যস্ত রোহিত। সেইসব সেরে নিয়ে তবেই ‘গোলমাল ফাইভ’-এর কাজে হাত দেবেন তিনি। পরিচালনার পাশাপাশি রিলায়েন্স এন্টারটেনমেন্টের সঙ্গে যৌথভাবে ছবির প্রযোজনাও করবে রোহিত শেট্টির প্রোডাকশন হাউস ‘রোহিত শেট্টি পিকচার্স’।

You might also like