শেষ আপডেট: 30th April 2023 05:43
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চলে গিয়েছিলেন বলিউডের (Bollywood) দুই নক্ষত্র। নিঃসন্দেহে সিনেমা জগতের জন্য একটা ‘ব্ল্যাক উইক’ ছিল ২০২০ সালের এপ্রিল মাসের শেষ দু'টি দিন। রুপোলি জগতের ইন্দ্রপতনও বটে। ২৯ তারিখ ইরফান খান আর ৩০ তারিখ ঋষি কাপুর (Rishi Kapoor), মারণ রোগ কেড়ে নিয়েছিল এই দুই তারকাকে। আজ প্রয়াত অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী (Rishi Kapoor Death Anniversary)।
ইরফানের মৃত্যুর রাতেই ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পরেই অজানা আশঙ্কায় কেঁপে বুক উঠেছিল অনেকের। রাত পেরিয়ে সকাল হতেই আশঙ্কা সত্যি হয়। ৬৭ বছর বয়সে প্রয়াত হন বলিউডের ‘এভারগ্রিন হার্টথ্রব’। পরিবারের তরফে জানানো হয়েছিল, সকাল ৮.৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয়েছে ঋষি কাপুরের। দীর্ঘ ২ বছর মারণ রোগ লিউকেমিয়ায় ভুগেছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে নিউ ইয়র্কে চিকিৎসা চলছিল অভিনেতার। মুম্বই ফেরার পর অভিনেতা টুইট করে লিখেছিলেন, "১১ মাস ১১ দিন পর বাড়ি ফিরলাম।"
হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে বাকি সকলেই বলেছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে এন্টারটেইন করে গিয়েছেন অভিনেতা। পরিবারের মুখেও বারবার ফিরে এসেছে ঋষি কাপুরের প্রাণোচ্ছ্বল স্বভাবের কথা। ওই কঠিন লড়াইয়ে অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্ত্রী নীতু কাপুর। তিনিও বলেছেন, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাইতেন ঋষি। চিকিৎসা চলাকালীনও সিনেমা-বন্ধুবান্ধব-খাওয়াদাওয়া আর হইহুল্লোড়েই ফোকাস ছিল তাঁর। 'লিভ লাইফ টু দ্য ফুলেস্ট'---আক্ষরিক অর্থেই এই কথা প্রযোজ্য ছিল ঋষি কাপুরের জীবনে।
নিউ ইয়র্কে চিকিৎসা চলাকালীন ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বি টাউনের অনেক তারকাই। আর সকলেই বলেছিলেন, "ওঁকে দেখে অবাক হতে হয়। কী অসম্ভব মনের জোর। প্রতি মুহূর্ত উপভোগ করছেন। আশেপাশের সবাইকে এন্টারটেইন করছেন। উনি সফল শিল্পী এবং অনেক উঁচু দরের মানুষও বটে।"
সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ঋষি কাপুরের নানা পোস্টে বারবার ঘুরেফিরে আসত ভক্তদের কথা। যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেন, শুভকামনা করেন, শুভেচ্ছা পাঠান----সবাইকে ধন্যবাদ দিতেন ঋষি। আর তাই এই দিলখোলা হাসিখুশি মানুষটিকে চোখের জলে নয় বরং অনাবিল হাসি দিয়েই মনে রাখুক, এমনটাই চায় কাপুর পরিবার।
আরও পড়ুন- শেষ টুইটে ঋষির বার্তা, করোনার বিরুদ্ধে লড়তে সবাই একজোট হোন