Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

এক কামরার ভাড়াবাড়ি থেকে বিলাসবহুল বাংলো, হৃষিকেশেই স্বপ্নপূরণ নেহার

দ্য ওয়াল ব্যুরো: এক কামরার ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তবে স্বপ্ন দেখতেন যে নিজের বাড়ি হবে। বলিউডের বিখ্যাত গায়িকা হবেন তিনি। দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে নামডাক। ছোটবেলার স্বপ্নগুলোকে হাজার সমস্যার মধ্যেও ভেঙে যেতে দেননি তিনি। নিষ্ঠার সঙ্গে সঙ্গীতের

এক কামরার ভাড়াবাড়ি থেকে বিলাসবহুল বাংলো, হৃষিকেশেই স্বপ্নপূরণ নেহার

শেষ আপডেট: 7 March 2020 04:37

দ্য ওয়াল ব্যুরো: এক কামরার ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তবে স্বপ্ন দেখতেন যে নিজের বাড়ি হবে। বলিউডের বিখ্যাত গায়িকা হবেন তিনি। দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে নামডাক। ছোটবেলার স্বপ্নগুলোকে হাজার সমস্যার মধ্যেও ভেঙে যেতে দেননি তিনি। নিষ্ঠার সঙ্গে সঙ্গীতের সাধনা করেছেন। কঠোর পরিশ্রম করেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। কেবল টিনসেল টাউন বিশ্বের অনেক প্রান্তেই তাঁকে চেনেন অনেকে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় হু হু করে বাড়ছে ফ্যান-ফলোয়ারের সংখ্যা। অনেক পরিশ্রমের পর আজ তিনি প্রতিষ্ঠিত। তিনি নেহা কক্কর। বলিউডের ‘সেলফ মেড’ আইটেম সং সিঙ্গার। https://www.instagram.com/p/B9Y80pXHICf/ একটা সময় অবশ্য অনেকে ধরে নিয়েছিলেন যে শুধু আইটেম সং কিংবা লাউড মিউজিকেই সীমাবদ্ধ থাকবেন নেহা। তবে সবার ধারণা ভেঙে দিয়ে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। শুধু আইটেম সং নয়, সিঙ্গলস কিংবা আনপ্লাগড মিউজিকেও দর্শকদের মনজয় করেছেন তিনি। সদ্যই হৃষিকেশে বাড়িও কিনেছেন নেহা। আর নতুন বাড়ির ছবিই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ব্যক্তিগত সম্পর্ক থেকে সামাজিক সমস্যা কিংবা রোজের জীবনের স্ট্রাগল সবটাই দেখেছেন নেহা। তাই নতুন বাড়ি কেনার আনন্দের মাঝেও ভুলে যাননি অতীতকে। হৃষিকেশেই একটি এক কামরার ঘরে ভাড়া থাকতেন নেহা এবং তাঁর পুরো পরিবার। বিলাসবহুল বাংলোর পাশাপাশি নিজের পুরনো ভাড়াবাড়ির ছবিও শেয়ার করেছেন নেহা কক্কর। লিখেছেন, “নতুন বাড়ি কিনেছি নিজের যোগ্যতাও। এখনও পুরনো বাড়ির সামনে দাঁড়ালে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। কত স্মৃতি জড়িয়ে রয়েছে।“ নিজের সাফল্যের জন্য পরিবারের পাশাপাশি ঈশ্বরকে ধন্যবাদ দিতেও ভোলেননি নেহা। অনেকেওইর ধারণা রয়েছে গডফাদার ছাড়া বলিউডে ভিত তৈরি হয় না। নেপোটিজম ছাড়া কেউ স্টার হতে পারেন না। দীর্ঘদিন ধরেই অবশ্য এই ট্রেন্ড ভাঙছেন বলিউডের নতুন তারকারা। অভিনেতা থেকে শুরু করে সঙ্গীতশিল্পী, সব জগতেই আজকাল ‘এক্সেপশন’ রয়েছে। তেমনই এক উদাহরণ নেহা কক্কর। ভক্তরা বলেন, ‘দ্য সেলফ মেড স্টার’। যে শহরে এক কামরার ঘরে ভাড়া থাকতেন সেই শহরেই বিলাসবহুল বাংলো কিনে নেহা বুঝিয়ে দিয়েছেন অধ্যাবসায় আর পরিশ্রম থাকলে সফলতা আসতে বাধ্য----এমনটাই বলছেন নেটিজেনরা।

ভিডিও স্টোরি