
গত ১০ জানুয়ারি রিলিজ হয়েছে এই ছবি। তানাজি মালুসরে ছিলেন মারাঠা বীর ছত্রপতি শিবাজির ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী। তাঁর সাহসিকতার কথা আজও মারাঠিদের মুখে মুখে ঘোরে। এই তানাজি মালুসরের বীরগাথাই দেখানো হয়েছে এই ছবিতে। আর তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। তাঁর স্ত্রী সাবিত্রীর চরিত্রে রয়েছেন কাজল। এছাড়াও ছবির মূল খলনায়ক উদয়ভানের চরিত্রে রয়েছেন ছোটে নবাব সইফ আলি খান।
#Tanhaji is unshakable… Solid trending on weekdays… Day 5 is higher than Day 1 and 4… Eclipses biz of *all* #Hindi films… Will cross ₹ ? cr today [Wed; 15 Jan]… Fri 15.10 cr, Sat 20.57 cr, Sun 26.26 cr, Mon 13.75 cr, Tue 15.28 cr. Total: ₹ 90.96 cr. #India biz.
— taran adarsh (@taran_adarsh) January 15, 2020
বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, মারাঠা আবেগ জড়িয়ে থাকার কারনেই এমন তরতর করে এগোচ্ছে ‘তানাজি’। সঙ্গে রয়েছে কাজল-অজয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি। পরিসংখ্যান অনুযায়ী, কেবল মহারাষ্ট্র নয়, পূর্ব পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ এবং বাংলাতেও ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ যথেষ্ট ভাল। রিলিজের দিনে ছবির ব্যবসা ছিল ১৫.১০ কোটি। তার পরেরদিন অর্থাৎ শনিবার ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ ছিল ২০.৫৭ কোটি টাকা। রবিবার ২৬.০৮ কোটি টাকার ব্যবসা করে ‘তানাজি’-র প্রথম তিনদিনের বক্স অফিস কালেকশন ছিল ৬১.৭৫ কোটি টাকা। তারপর কেটে গিয়েছে আরও দু’দিন। আর রিলিজের পাঁচদিন পর অজয় দেবগণের ১০০তম ছবির মোট ব্যবসার পরিমাণ ৯০.৯৬ কোটি টাকা।
প্রথম সপ্তাহেই এই ছবির ১০০ কোটির গণ্ডি পেরোবে বলে মত ট্রেড অ্যানালিস্টদের। ফিল্ম ক্রিটিকরাও বলছেন, সময় যত এগোবে ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ আরও বাড়বে। হয়তো রেকর্ড ভাঙা সময়ে ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে এই ছবি।