
অঙ্কিতা যখন জন্মেছিলেন কেমন ছিলেন মিলিন্দ, দেখুন ছবি
মিলিন্দ-অঙ্কিতার খুনসুটিতে মজেছেন নেটিজেনরাও।
মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকেন এই দম্পতি। দুর্গম পাহাড়ে ট্রেকিং হোক বা ম্যারাথনে লাগাতার দৌড়নো, মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের নাম আসে সবার আগে। এমনকি ফিটনেসের দিক থেকে দারুণ স্ট্রং মিলিন্দের মা-ও। তবে এবার একটু অন্য কারণেই নেট দুনিয়ার শিরোনামে মিলিন্দ এবং অঙ্কিতা।
ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন মিলিন্দ। দুঃসাহসী সেই ফটোশ্যুট ১৯৯১ সালের। এই বছরেই জন্মেছিলেন অঙ্কিতা। ইনস্টাগ্রামে ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তবে এই ছবি ট্রেন্ডিংয়ে আসার কারণ অঙ্কিতার এক মজাদার কমেন্ট। মিলিন্দের ছবিতে তিনি লিখেছেন, “হ্যালো লাভার, এই জন্যেই তো আমি জন্মেছিলাম।” মিলিন্দ-অঙ্কিতার খুনসুটিতে মজেছেন নেটিজেনরাও। পাল্টা কমেন্টে অঙ্কিতার উদ্দেশে মিলিন্দ লিখেছেন, “সবই তোমার জন্য”।
২০১৮ সালের ২২ এপ্রিল অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিলিন সোমন। এর আগে ২০০৩ সালে এক বিদেশিনীকে বিয়ে করেন মিলিন্দ। তিন বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।