Latest News

অঙ্কিতা যখন জন্মেছিলেন কেমন ছিলেন মিলিন্দ, দেখুন ছবি

মিলিন্দ-অঙ্কিতার খুনসুটিতে মজেছেন নেটিজেনরাও।

দ্য ওয়াল ব্যুরো: বরের বয়স ৫৪। আর বউ মাত্র ২৮। দ্বিগুনের থেকে ২ বছর কম। বিয়ে হয়েছে দু’বছর হতে চলল। তবে বিয়ের সময় থেকে আজ পর্যন্ত তাঁদের সম্পর্ক এবং বয়সের ফারাক নিয়ে গুঞ্জনের শেষ নেই। ফিটনেস ফ্রুক এই দুই তারকা হলেন মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ার। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন মিলিন্দ। তারপর টেলিভিশন, মিউজিক অ্যালবাম পেরিয়ে পা রাখেন বলিউডেও। অঙ্কিতা অবশ্য রুপোলি দুনিয়ার মানুষ নন।

মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকেন এই দম্পতি। দুর্গম পাহাড়ে ট্রেকিং হোক বা ম্যারাথনে লাগাতার দৌড়নো, মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের নাম আসে সবার আগে। এমনকি ফিটনেসের দিক থেকে দারুণ স্ট্রং মিলিন্দের মা-ও। তবে এবার একটু অন্য কারণেই নেট দুনিয়ার শিরোনামে মিলিন্দ এবং অঙ্কিতা।

8v3idnq8

ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন মিলিন্দ। দুঃসাহসী সেই ফটোশ্যুট ১৯৯১ সালের। এই বছরেই জন্মেছিলেন অঙ্কিতা। ইনস্টাগ্রামে ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তবে এই ছবি ট্রেন্ডিংয়ে আসার কারণ অঙ্কিতার এক মজাদার কমেন্ট। মিলিন্দের ছবিতে তিনি লিখেছেন, “হ্যালো লাভার, এই জন্যেই তো আমি জন্মেছিলাম।” মিলিন্দ-অঙ্কিতার খুনসুটিতে মজেছেন নেটিজেনরাও। পাল্টা কমেন্টে অঙ্কিতার উদ্দেশে মিলিন্দ লিখেছেন, “সবই তোমার জন্য”।

২০১৮ সালের ২২ এপ্রিল অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিলিন সোমন। এর আগে ২০০৩ সালে এক বিদেশিনীকে বিয়ে করেন মিলিন্দ। তিন বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

You might also like